বিজেপির মোহ ত্যাগ করে ফের তৃণমূলে শতাধিক কর্মী

লাল্টু : সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি এরাজ্যে ১৮ টি আসনে পদ্ম ফুটিয়ে তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলতে থাকে। আর তারপরেই একের পর এক দলীয় কর্মী থেকে নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার তোড়জোড় শুরু করে দেয়। তবে মাসখানেকের মধ্যেই দলত্যাগ করা বহু তৃণমূল নেতাকর্মীর তৃণমূলে প্রত্যাবর্তন শুরু হয়। ঠিক তেমনই আজ বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েতের চিৎগ্রামে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শতাধিক বিজেপি কর্মীর বিজেপির মোহ ত্যাগ করে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটলো।

বৃহস্পতিবার ওই গ্রামের প্রায় আড়াইশো জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে যোগ দিল, যারা বেশ কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। আজ তাদের হাতে চিনপাইয়ের তৃণমূল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর ব্লকের তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রফিউল খান।

রফিউল খানের দাবি, “আজ যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল তারা বুঝতে পেরেছেন দুবরাজপুর ব্লকের মতো জায়গায় বিজেপির কোন অস্তিত্ব নেই। তাই তারা উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জীর উন্নয়নের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন।”

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ইসলাম খান জানান, “এর আগে তৃণমূল করতাম, তবে কয়েক মাস ধরে বিজেপিতে যোগদান করেছিলাম। কিন্তু বিজেপি করতে গিয়ে দেখলাম, কোথাও বিজেপির কোন অস্তিত্ব নাই। তাই আবার তৃণমূলের ফিরে এলাম।”