প্ল্যাকার্ড হাতে ধর্ণা, তৃণমূলে যোগ দিতে অভিনব পথ বিজেপি কর্মীদের

নিজস্ব প্রতিবেদন : সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার সাথে সাথেই দেখা যায় রাজ্যে তৃতীয়বারের জন্য বিপুল জনসমর্থন নিয়ে প্রত্যাবর্তন হয়েছে তৃণমূল সরকারের। আর এই ঘটনার পরেই রাজ্যের বিভিন্ন অংশে অশান্তির ঘটনা যেমন ঘটে, ঠিক তেমনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ধারাবাহিকতা চলতে থাকে। তবে এই সকল ধারাবাহিকতায় বীরভূমে একাধিক ছবি ধরা পড়েছে যা নজির তৈরি করেছে।

বীরভূমের বিভিন্ন প্রান্তে কোথাও বিজেপি কর্মী সমর্থকদের প্রথম দফায় মাইকিং করে প্রচার করতে দেখা গিয়েছে, ‘বিজেপি করে ভুল করেছি। এবার তৃণমূল করতে চাই’। কোথাও আবার এই একই স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে বিজেপি কর্মী সমর্থকদের তৃণমূলে আসতে দেখা গিয়েছে। তবে এবার এমন ঘটনা ঘটলো যা এই সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেল। তৃণমূলে যোগ দেওয়ার জন্য এবার বিজেপি কর্মী সমর্থকরা প্ল্যাকার্ড হাতে ধর্ণায় বসে পড়লেন। আর এই পদ্ধতি অভিনব বলে আখ্যা দিয়েছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

সোমবার এই ঘটনা ঘটেছে বীরভূমের ইলামবাজার ব্লকের ১২৬ নম্বর বুথে। ইলামবাজার ব্লক তৃণমূল নেতৃত্বের সামনে তৃণমূলে যোগ দেওয়ার আবেদন জানিয়ে ধর্নায় বসেলেন কয়েকশ বিজেপি কর্মী সমর্থক। ধর্নায় বসা এই সকল বিজেপি কর্মী সমর্থকদের হাতে যে প্ল্যাকার্ড ছিল তাতে লেখা ছিল, ‘বিজেপি করে আমরা ভুল করেছি’।

জানা গিয়েছে, এই ধর্না এবং ধর্নায় অংশগ্রহণকারীদের এলাকার তৃণমূল নেতৃত্ব তৃণমূলে যোগদান করিয়েছেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো বীরভূম জেলা বিজেপি নেতৃত্বের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।