রাত থেকে নিখোঁজ বিজেপি কর্মী, ডুবন্ত অবস্থায় উদ্ধার সকালে

অমরনাথ দত্ত : সাঁইথিয়া থানা শ্রীনীধিপুর পঞ্চায়েতের কোনারপুর গ্রামে পুকুর থেকে এক বিজেপি কর্মীর ডুবন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে মৃতের নাম মলয় ঘোষ, বয়স ৩৫ বছর। পেশায় টোটোচালক।

পরিবার সূত্রে খবর, গতকাল রাতে সে দুজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিন সকালে পুকুরের মধ্যে তার মৃতদেহ দেখতে পায় এলাকার বাসিন্দারা। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উঠে মেরে ফেলার তত্ত্ব। এর আগেও তাকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।

মৃতের বাবা দাবি করেছেন, তারা আগে তৃণমূলে ছিলেন কিন্তু বর্তমানে তারা বিজেপিকে সমর্থন করছেন। সেই আক্রোশে তার ছেলেকে খুন করা হয়েছে। কে বা কারা খুনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত তা না বলতে পারলেও রাজনৈতিক মদত রয়েছে বলে দাবি মৃতের বাবার।

ওই বিজেপি কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে এলে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডলও ওই কর্মী এবং তার পরিবারকে বিজেপির সমর্থক বলে দাবি করে। তিনি এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন।

ঘটনার খবর পেয়ে এলাকায় এসে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতের পরিবারের তরফ থেকে এখন অব্দি থানায় কোন লিখিত অভিযোগ না করা হলেও পুলিশ তদন্ত শুরু করেছে।