‘আবদার মেটাতে উর্দি খুলে মামার বাড়ি যান’ পুলিশকে কটাক্ষ বিজেপি জেলা সভাপতির

হিমাদ্রি মন্ডল : বিজেপি কর্মী স্বরূপ গঁড়াইয়ের মৃত্যুর প্রতিবাদে বীরভূম পুলিশ সুপারের অফিসের সামনে আজ অবস্থান বিক্ষোভে বসে বিজেপি, সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ প্রশাসনকে উদ্দেশ্যে করে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন, “আমরা বিভিন্ন খবর দি, তাদের সঙ্গে আলোচনা করি, কিন্তু তৃণমূলের লোকরা যেদিন বোমাবাজি করে, পিস্তলবাজি করে সেদিন আমাদের এই আধিকারিকদের মাথা ঠিক থাকে না। তৃণমূলের অঙ্গুলিহেলনে সমস্ত দায় বিজেপির উপর চাপানো হয়।”

এরপর তিনি আরও বলেন “এটা মামার বাড়ির আবদার নয়, পুলিশ পুলিশের মত কাজ করবে। মামার বাড়ির আবদার মেটাতে হলে উর্দি খুলে মামার বাড়ি যান, সেখানে গিয়ে আবদার করুন। তারা মানবে কিন্তু বীরভূম জেলার নিরীহ মানুষ এগুলো মানবে না।”

প্রসঙ্গত, সেপ্টেম্বরের ৬ তারিখ রাতে গুলিবিদ্ধ হন নানুরের রামকৃষ্ণপুর গ্রামের বিজেপি নেতা স্বরূপ গঁড়াই। গুলি করার পাশাপাশি সেই রাতে ব্যাপক বোমাবাজিও করা হয় গ্রামজুড়ে। ঘটনায় বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙ্গুল তোলে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।