মহারাষ্ট্রে মহা চমক! সাত সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ বিজেপি-র ফড়নবীশের

নিজস্ব প্রতিবেদন : গতকাল রাত পর্যন্ত ঠিক ছিল মহারাষ্ট্র কংগ্রেস, এনসিপি আর শিবসেনার জোটে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। এনিয়ে ঢালাও করে প্রচারিত হয় প্রায় প্রতিটি সংবাদপত্রেই। কিন্তু এমন হলো মাঝরাতে!

সব অঙ্ককে ছারখার করে সাত সকালে দেখা গেল, মুম্বইয়ের রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন এনসিপি নেতা তথা শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। আর এই মহা চমক শুধু মহারাষ্ট্রের জন্য নয়, গোটা দেশের জন্য। গতকাল রাত পর্যন্ত যারা জেনেছিলেন মহারাষ্ট্রের বিজেপিকে বাদ দিয়ে সরকার গঠন হতে চলেছে, তারা সাতসকালেই দেখতে পেলেন কিনা সেই দেবেন্দ্র ফড়নবীশই মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন। মুম্বইয়ের রাজভবনে শনিবার সকাল ৮ টা ৫ মিনিটে দেবেন্দ্র ফড়নবীশ ও অজিত পাওয়ারকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি।

আর সবথেকে আশ্চর্য আর বিস্ময় হল শরদ পাওয়ারকে নিয়ে। যিনি কিনা, শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন, উদ্ধব ঠাকরেই হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর দল রাতারাতি ভোল বদলে ধর্মনিরপেক্ষতার ২০ বছরের সব ভাষণ ভুলে গিয়ে বিজেপি-র হাত ধরে ফেলল। এখানেই শেষ নয়, কারোর কিছু বুঝে ওঠার আগেই উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথও নিয়ে নিলেন পাওয়ারের ভাইপো অজিত।

মুখ্যমন্ত্রী ও উপ মুখমন্ত্রী পদে শপথের পর ফড়নবীশ ও অজিত পাওয়ারকে ট্যুইট করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

অন্যদিকে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এহেন ঘটনায় তো নিজেই হতবাক। তিনি বলেন, “সকালে ঘুম থেকে এই খবর পড়ে আমি তো ভেবেছিলাম ভুয়ো খবর। এখনও বিশ্বাস হচ্ছে না। এটা ঠিক যে সরকার গঠনের ব্যাপারে কংগ্রেস, এনসিপি, শিবসেনা অনেক সময় নিচ্ছিল।” পাশাপাশি তিনি এনসিপি প্রধান শরদ পাওয়ারকে খোঁচা দিয়ে সিঙ্ঘভি বলেন, “তবে মানতেই হবে, পওয়ার তুস্সি গ্রেট হো!”