এখনও হাত চিহ্নে ভোট চাইছেন, সিন্ধিয়ার পুরনো অভ্যাসে ট্রোলড

নিজস্ব প্রতিবেদন : পুরাতন অভ্যাস এত সহজে ত্যাগ করা যায় না। তারই জ্বলন্ত উদাহরণ দেখা গেল বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ক্ষেত্রে। আর তার এই অভ্যাসের ব্যাপ্তি হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়ার পাশাপাশি নেটিজেনদের মন্তব্য ‘স্বভাব যায় না মলে’।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখানো এই হেভিওয়েট নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার ডাবরায় বিজেপি নেত্রী ইমারতি দেবীর হয়ে উপনির্বাচনের ভোট প্রচারে যান। যেখানে তিনি ভোট প্রচারের সময় কংগ্রেসের হয়ে ভোট চেয়ে বসেন। আসলে অভ্যাসের বসে তিনি হাত চিহ্নে ভোট দিতে বলেন। আর সেই ভিডিও মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়ার পাশাপাশি এই ভিডিওকে হাতিয়ার করে সিন্ধিয়াকে বিদ্রুপ করতে ছাড়েনি কংগ্রেসও।

মধ্যপ্রদেশের বেশ কতকগুলি বিধানসভা নির্বাচনে আগামী ৩ নভেম্বর রয়েছে উপনির্বাচন। মধ্যপ্রদেশের লড়াই মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে। এই লড়াইয়ে আগামী ৩ নভেম্বরের উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মধ্যপ্রদেশে কংগ্রেসকে সরকারি ফিরতে হলে ২৮টি বিধানসভায় তাদের জিততে হবে। অন্যদিকে আবার বিজেপিকে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য আসনগুলিকে ধরে রাখতে হবে। আর এই পরিস্থিতিতে যেন উপনির্বাচনে রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে দাঁড়িয়েছে। আর এমন গুরুত্বপূর্ণ উপনির্বাচনে হেভিওয়েট বিজেপি নেতার মুখ থেকে মুখ ফসকে এমন মন্তব্য চরম অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে।

https://twitter.com/IndiaLiveweb/status/1322804186266828800?s=19

ভোট প্রচারের সময় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “ডাবরার প্রিয় জনতা হাত উঠিয়ে প্রতিশ্রুতি দিন, আগামী ৩ নভেম্বর আপনারা হাত চিহ্নেই ভোট দেবেন।” যদিও এই ভুলের পর দুটি এই নেতা নিজের ভুল শুধরে বলেন, “মধ্যপ্রদেশের জনতারা ৩রা নভেম্বর পদ্ম চিহ্নে ভোট দিয়ে হাতকে মধ্যপ্রদেশ থেকে একেবারে মুছে ফেলবেন।”