ভোল বদলাচ্ছে বোলপুর রেলস্টেশন, যাত্রীরা নেমে চিনতেই পারবেন না

নিজস্ব প্রতিবেদন : বোলপুর এবং শান্তিনিকেতনকে সব সময় আন্তর্জাতিক শহরের মর্যাদা দেওয়া হয়ে থাকে। মূলত দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের টানে বছরের বিভিন্ন সময়ে পর্যটকদের আগমণ হওয়ায় এমন আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। বোলপুর ও শান্তিনিকেতনের এই খ্যাতির পরিপ্রেক্ষিতে বোলপুর রেলওয়ে স্টেশনেরও আলাদা খ্যাতি তৈরি হয়েছে।

এবার বোলপুর স্টেশনে যারা নামবেন তারা রীতিমতো অবাক হয়ে যাবেন স্টেশনের রূপ দেখে। পুরোপুরি ভোল বদলে যাচ্ছে এই রেল স্টেশনের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খ্যাতি এবং বোলপুর শান্তিনিকেতনের গুরুত্বের কথা মাথায় রেখে এমন পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গিয়েছে রেল সূত্রে।

এমন পরিবর্তন আনার জন্য দুষ্প্রাপ্য বিভিন্ন ছবি আঁকা হচ্ছে স্টেশন চত্বরে। রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, দিনকর কৌশিক, বিনোদ বিহারী, রামকিঙ্কর বেজ, সোমনাথ হোড় সহ অন্যান্য বিখ্যাত সব শিল্পীদের যে সকল ছবি দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে প্রদর্শিত হয়ে থাকে সেই সকল ছবি স্টেশনে তুলে ধরা হচ্ছে। স্টেশনের বিভিন্ন কোনায় এই সকল ছবি আঁকার কাজ চালাচ্ছেন কেরল থেকে আগত বিশ্বভারতীর কলাভবনের শিল্পী ভিজিল এবং তার সাথীরা।

পূর্ব রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌভিক সাহা জানিয়েছেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যই যেমন বোলপুর শান্তিনিকেতন বিশ্বের দরবারে পরিচিত। ঠিক সেইরকমই বোলপুর রেলস্টেশনও পরিচিত। যে কারণে তার ভাবনাকে তুলে ধরার জন্যই এইভাবে সাজানো হচ্ছে। এই কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে এবং সম্পূর্ণ কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।”

অন্যদিকে এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত শিল্পী ভিজিল জানিয়েছেন, “কলা ভবনের স্তম্ভ হিসেবে স্বতন্ত্রভাবে চিহ্নিত হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, দিনকর কৌশিক, বিনোদ বিহারী, রামকিঙ্কর বেজ, সোমনাথ হোড় সহ অন্যান্যরা। এসব প্রখ্যাত শিল্পীদের ছবির প্রদর্শনী প্রদর্শিত হয়েছে দেশে বিদেশে। এইসব শিল্পীদের ছবি যাত্রীদের জনসমক্ষে তুলে ধরতেই তাদের এই প্রচেষ্টা।”