ট্রেনের টিকিট মিলবে ছাড়, ব্যবহার করতে হবে এই অ্যাপ

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশ গণপরিবহনের মেরুদন্ড হল রেল পরিষেবা। দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন এই রেল পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। এই রেল পরিষেবা বিপুল সংখ্যক মানুষ ব্যবহার করার কারণে ট্রেনের টিকিট নিয়ে থাকে আলাদা চাপ। তবে সেই চাপ এখন কমেছে বহু যাত্রী অনলাইনে টিকিট বুকিং করার কারণে।

অনলাইনে দূরপাল্লার ট্রেন অথবা প্যাসেঞ্জার ট্রেনের টিকিট বুকিং করার পাশাপাশি ভারতীয় রেলের তরফ থেকে লোকাল ট্রেনের টিকিট কাটার বন্দোবস্ত করা হয়েছে। এর জন্য আনা হয়েছে একটি অ্যাপ, যে অ্যাপটির নাম হল UTS। এবার এই অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনের দৈনিক অথবা মাসিক টিকিট কাটার ক্ষেত্রে দেওয়া হচ্ছে ছাড়।

UTS অ্যাপ যাতে যাত্রীরা সহজে ব্যবহার করতে পারেন তার জন্য তা গুগল প্লে স্টোরে উপলব্ধ করা হয়েছে। Centre for Railway Information Systems এর তরফে ডেভলপ করা এই অ্যাপটির মাধ্যমে অসংরক্ষিত শ্রেণীর যেকোনো টিকিট বুক করা যায়। এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর নাম, ঠিকানা, ফোন নম্বর সহ বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার সময় ফোন নম্বরে আসবে একটি ওটিপি।

এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা সাধারণ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, সিজ়ন টিকিট বা মাসিক টিকিট, QR বুকিং করতে পারবেন। এছাড়াও প্রয়োজন পড়লে টিকিট ক্যানসেল করতে পারবেন। এর পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই অ্যাপের মাধ্যমে কেউ যদি নির্দিষ্ট পদ্ধতি মেনে টিকিট বুক করে থাকেন তাহলে ওই যাত্রী ৫% ছাড় পাবেন।

সম্প্রতি রেলের তরফ থেকে এই ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। সে ক্ষেত্রে ছাড় পাওয়ার জন্য যাত্রীদের টিকিট বুকিং করার সময় পেমেন্ট করতে হবে এই অ্যাপে থাকা e-Wallet-এর মাধ্যমে। ভারতীয় রেল সূত্রে জানা যাচ্ছে ৫% ছাড় দেওয়ার এই অফার চলবে আগামী ২৪ অগাস্ট ২০২২ পর্যন্ত। সরাসরি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে এই ছাড় পাওয়া যাবে না। ছাড় পেতে হলে যাত্রীকে আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে R-Wallet।