মাধ্যমিক পাশেই BSF-এ চাকরির সুযোগ, আবেদনের জন্য হাতে সময় কম

নিজস্ব প্রতিবেদন : চাকরি পেতে চান না এমন যুবক যুবতী খুঁজে পাওয়া মুশকিল। তবে দিন দিন দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেকারত্বের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বেকার যুবক-যুবতীদের জন্য চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে BSF-এ যোগ দিতে পারেন আগ্রহী প্রার্থীরা। মাধ্যমিক পাশ করা চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই সকল শূন্য পদে যুক্ত হওয়ার জন্য।

বিএসএফ বা সীমান্ত রক্ষী বাহিনীতে মোট ২৫৪ জনকে নিযুক্ত করা হবে। বিএসএফের বিভিন্ন শাখায় হেড কনস্টেবল হিসেবে নিযুক্ত করা হবে। দশম শ্রেণি পাশ, ডিপ্লোমা ও আইটিআই পাশ চাকরি প্রার্থীরা এই সকল শূন্য পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এর পরিপ্রেক্ষিতে আরও বিস্তারিত জানার জন্য চাকরিপ্রার্থীদের বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫৪টি শূন্যপদের মধ্যে হেড কন্সটেবল (ভেহিকেল মেকানিক) হিসাবে নিয়োগ করা হবে ১০০ জনকে। হেড কন্সটেবল (অটো ইলেকট্রিশিয়ান) হিসাবে নিয়োগ করা হবে ১২ জনকে। হেড কন্সটেবল (ব্ল্যাক স্মিথ) শূন্য পদে নিয়োগ করা হবে ১৬ জন। হেড কন্সটেবল (পেইন্টার) শূন্য পদে নিয়োগ করা হবে ১৯ জন।

হেড কন্সটেবল (আপহলস্টার) শূন্য পদে নিয়োগ করা হবে ১৮ জন। হেড কন্সটেবল (অপারেটর টায়ার রিপেয়ার প্ল্যান্ট) শূন্য পদে নিয়োগ করা হবে ১৯ জন। হেড কন্সটেবল (কার্পেন্টার) শূন্য পদে নিয়োগ করা হবে ৬ জন। হেড কন্সটেবল (স্টোর কিপার) নিয়োগ করা হবে ২০ জন। হেড কন্সটেবল (ওয়েল্ডার) শূন্য পদে নিয়োগ করা হবে ১১ জন।

আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৫২ বছর। বেতন শুরু হবে ২৫ হাজার ৫০০ টাকা থেকে এবং সর্বোচ্চ ৮১ হাজার ১০০ টাকা বেতন হবে।