BSNL-এর ঠিকা কর্মীদের বকেয়া টাকা নাম মিটিয়েই বরখাস্ত, প্রতিবাদে বিক্ষোভ

হিমাদ্রী মন্ডল : দিল্লি থেকে চিঠি এসেছে বিএসএনএলের বীরভূম জেলার ৪০ জন ঠিকা নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করার বলে অভিযোগ। বরখাস্তের নির্দেশ আসা কর্মীদের আরও অভিযোগ সাত মাস ধরে তাদের বেতন দেওয়া হয়নি, তারপরেও তারা নিজেদের কাজ করে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ এমন বরখাস্তের চিঠিতে তারা আজ বিক্ষোভ বসেন।

শুক্রবার দুপুরে ওই সমস্ত ঠিকা নিরাপত্তাকর্মীরা সিউড়ি চাঁদমারি ময়দানের পাশে বিএসএনএলের জেলা কার্যালয় অফিসে ধরনায় বসে বিক্ষোভ দেখায়। পাশাপাশি তারা বিএসএনএলের আধিকারিকদের আটকে রাখে। যদিও বিক্ষোভের পরেও কোন সদুত্তর মেলেনি বলে জানায় ওই ঠিকা নিরাপত্তা কর্মীরা।

ঠিকা নিরাপত্তাকর্মীদের তরফ থেকে জানানো হয়, “গত সাত মাস ধরে বিএসএনএল আমাদের বেতন আটকে রেখেছে। তারপরেও আমরা নিজেদের দায়িত্ব পালন করে আসছি, নিরাপত্তার সমস্ত কাজ আমরা বহাল রেখেছি। কিন্তু হঠাৎ করে আজ জানানো হয় বরখাস্ত করার বিষয়ে। এইভাবে কাজ হারিয়ে আমরা পথে পথে যাবো।”

তাদের আরও দাবি, “সাত মাস ধরে যে বেতন তাদের আটকে রাখা হয়েছে বা মেটানো হয়নি তা অবিলম্বে মিটিয়ে দেওয়ার।” যদিও তারা জানায়, বিএসএনএলের উর্দ্ধতন কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছেন, “দিল্লির পাঠানো এই নির্দেশ না মানলে তারা কাজ করলেও আর কোনো বেতন পাবে না।”