Jio কে টেক্কা দিতে ৬ পয়সা নেওয়ার বদলে ৬ পয়সা ফেরতের ঘোষণা BSNL-এর

নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসে জিও IUC র জন্য গ্রাহকদের কাছ থেকে জিও ছাড়া অন্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে ৬ পয়সা করে নেওয়ার ঘোষণা করে। জিওর এমন সিদ্ধান্তে বেজায় চটেছে গ্রাহকরা। কারণ জিও প্রথম থেকেই একটি রিচার্জে সব কিছু ফ্রি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা সেই কথা রাখতে পারেনি বলে অভিযোগ।

এদিকে জিওর এমন কল চার্জ ঘোষনায় অন্যান্য টেলিকম সংস্থাগুলি নিজেদের গ্রাহক সংখ্যা বাড়াতে একের পর এক অফার দিয়ে চমক দিতে শুরু করে। অফারটির এই চমকের বাজারে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার পাশাপাশি এক চিলতে পিছিয়ে নেই লসে চলা সরকারি সংস্থা বিএসএনএল। তারা বর্তমানে এই লসের মুখেও গ্রাহকদের সামনে তুলে ধরেছে একের পর এক অফার। যেমন নিয়ে এসেছে ১০৮ টাকার নতুন রিচার্জ প্ল্যান, ঠিক তেমনি আরও বড় চমক দিল তারা।

নতুন এই চমকে তারা জানিয়েছে, বিএসএনএল থেকে ফোন করার জন্য মিনিটে ৬ পয়সা করে তো কাটা হবে না, উপরন্তু কোন গ্রাহক বিএসএনএল থেকে কল করলে পেতে পারেন ৬ পয়সা ক্যাশব্যাক। ভয়েস কলের ক্ষেত্রে প্রতি ৫ মিনিটে ৬ পয়সা করে গ্রাহকদের ফেরত বা ক্যাশব্যাক দেবে BSNL। তবে এই সুবিধা মোবাইল গ্রাহকরা পাচ্ছেন না, পাবেন ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড ও FTTH গ্রাহকরা।