BSNL নিয়ে এলো ১৪৭ টাকার নতুন রিচার্জ প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারের টেলিকম সংস্থাগুলির নিজেদের মধ্যে প্রতিযোগিতায় গ্রাহকদের জন্য নানান নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। নতুন নতুন রিচার্জ প্ল্যান এবং অফারের নিরিখে জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার মত বেসরকারি সংস্থাগুলির পাশাপাশি সরকারি সংস্থা বিএসএনএল-ও তাদের গ্রাহকদের সামনে নতুন নতুন অফারের ডালি তুলে ধরছে। ঠিক তেমনই এবার বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো নতুন একটি রিচার্জ প্ল্যান ১৪৭ টাকার।

১৪৭ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা

বিএসএনএলের তরফ থেকে সদ্য বাজারে নিয়ে আসা ১৪৭ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে আনলিমিটেড কল। তবে এই আনলিমিটেড কলের ক্ষেত্রে দিনে আড়াইশো মিনিটের বেশি কথা বলা যাবে না। কলের সুবিধা রয়েছে লোকাল এবং এসটিডি উভয় ক্ষেত্রেই। পাশাপাশি রয়েছে ১০ জিবি ইন্টারনেট। এছাড়াও রয়েছে বিনামূল্যে বিএসএনএল টিউন এবং EROS Now সাবস্ক্রিপশন। আর এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩০ দিনের জন্য। প্রথম দফায় এই নতুন রিচার্জ প্ল্যানটি চেন্নাই সার্কেলের জন্য আনা হলেও বর্তমানে পশ্চিমবঙ্গ সার্কেলেও উপলব্ধ করা হয়েছে।

কোন গ্রাহকের বিএসএনএল নম্বরে অতিরিক্ত মেন ব্যালেন্স থাকলে গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানটি এসএমএসের মাধ্যমেও সক্রিয় করতে পারবেন। সে ক্ষেত্রে বিএসএনএল গ্রাহকদের নিজের মোবাইল নম্বর থেকে এসএমএস লিখতে হবে STV COMBO147 এবং সেটি কে পাঠিয়ে দিতে হবে ১২৩ নম্বরে। এছাড়াও এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করা যাবে অনলাইন এবং নিকটবর্তী রিটেইলারদের থেকে।