BSNL-এর ধামাকা অফার, প্রিপেড প্ল্যানে দিচ্ছে JIO-র থেকেও বেশি ডেটা আর ভ্যালিডিটি

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে জিও বিপ্লব আনলেও এবছর জিওর অন্য নেটওয়ার্কে কলচার্জ নেওয়ার ঘোষণার পরই অন্যান্য টেলিকম সংস্থাগুলি জিওকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছে। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল ঘোষণা করে তাদের গ্রাহকদের আনলিমিটেড প্ল্যান রিচার্জ করা থাকলে অন্য নেটওয়ার্কে কল করার জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না।

এরপরও বিএসএনএল জিওকে টেক্কা নতুন নতুন রিজার্চ প্ল্যান নিয়ে এসেছে টেলিকম বাজারে। এদের মধ্যে এমন কয়েকটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে জিওর থেকেও বেশি ডেটা ও ভ্যালিডিটি। যেমন ১০৮ টাকা এবং ১৬৯৯ টাকা।

১০৮ টাকার এই নতুন প্রিপেড প্ল্যানে মিলছে ১৮০ দিনের বৈধতা। আর প্রথম ২৮ দিন প্রতিদিন ১ জিবি করে হাইস্পিড ডেটা ব্যবহারের সুযোগ মিলবে। কোনো কোনো সার্কেলে এই রিচার্জে ৫০০ এমবি করে প্রতিদিন ইন্টারনেট দিচ্ছে বিএসএনএল। আর জিওতে ৯৮ টাকার রিচার্জে পাওয়া যায় সারা মাসে ২ জিবি ইন্টারনেট আর জিও থেকে জিও কল ফ্রি ২৮ দিনের জন্য। অন্য নেটওয়ার্কে কল করতে আলাদা করে দিতে হচ্ছে মিনিটে ৬ পয়সা।

অন্যদিকে জানা গিয়েছে, যে সমস্ত বিএসএনএল প্রিপেড গ্রাহকরা ৩১ শে অক্টোবরের আগে ১,৬৯৯ টাকার রিচার্জ করেছেন, তাঁরা এই প্ল্যানে ৪৫৫ দিনের বৈধতা পাবেন। আর ৩০ নভেম্বরের আগে এই রিচার্জ করলে মিলবে ৪২৫ দিনের বৈধতা। পাশাপাশি প্রতিদিন ৩ জিবি ডেটা।

সেদিকে ১,৬৯৯ টাকা প্রিপেড প্ল্যানে ৩৬৫ দিন বৈধতা দিচ্ছে জিও। প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট। আর এখন যারা এই রিচার্জ করবে তাদের অন্য নেটওয়ার্কে কল করতে দিতে হবে মিনিট পিছু ৬ পয়সা করে। সুতরাং রাষ্ট্রায়ত্ত টেলিকম বিএসএনএল জিওর থেকে অনেক অতিরিক্ত বৈধতা দিচ্ছে।