সেকেন্ড সিম রিচার্জে পকেটে টান, BSNL দিচ্ছে দারুণ সুযোগ

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশে 5G পরিষেবা চালু হয়ে গেলেও একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এখনো সেই আগের জায়গাতেই পড়ে রয়েছে। এখনো পর্যন্ত তারা থ্রিজির গন্ডি টপকে 4G-তে পা রাখতে পারেনি। যে কারণে বহু গ্রাহক এই টেলিকম সংস্থা ট্যাগ করে অন্য টেলিকম সংস্থায় চলে গিয়েছেন।

অন্যদিকে এখন লক্ষ্য করা যাবে বহু গ্রাহক তাদের নিজেদের নামে একটির বেশি সিম কার্ড ব্যবহার করে থাকেন। সংখ্যাটা খুব বেশি না হলেও কম করে দুটি তো থাকেই। এক্ষেত্রে বহু গ্রাহককেই দেখা যায় তাদের দ্বিতীয় সিম রিচার্জ করতে হিমশিম খেতে হচ্ছে। রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা BSNL এখনো পর্যন্ত 4G পরিষেবা লঞ্চ করতে না পারলেও সাশ্রয়ের দিক থেকে অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় এগিয়ে রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে যখন মোবাইল খরচ বেড়ে চলেছে সেই সময় যে সকল গ্রাহকরা তাদের দ্বিতীয় সিম কম খরচে বাঁচিয়ে রাখার পরিকল্পনা গ্রহণ করছেন তারা অবশ্যই BSNL বেছে নিতে পারেন। কারণ এই টেলিকম সংস্থায় কম খরচে বেশ কয়েকটি প্ল্যান রয়েছে যেগুলি আপনার দ্বিতীয় সিম বাঁচিয়ে রাখতে সাহায্য করবে।

কম খরচে সিম বাঁচিয়ে রাখার সবচেয়ে সস্তা প্ল্যান হলো ১০৭ টাকা। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ২০০ মিনিট ভয়েস কলের সঙ্গেই আপনি পাচ্ছেন 3GB ডেটা, তার সঙ্গে BSNL টিউনস। এতে গ্রাহকদের ৪০ দিন ভ্যালিডিটি দেওয়া হয়। ফলে যে সকল গ্রাহকরা এই রিচার্জ প্ল্যান রিচার্জ করবেন তাদের সিম বাঁচিয়ে রাখার জন্য ৪০ দিন কোন চিন্তা করতে হবে না।

এছাড়াও সস্তার আরও একটি প্ল্যান হলো ১৯৭ টাকা। এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৮৪ দিন ভ্যালিডিটি পাবেন। এক্ষেত্রে রিচার্জ করার প্রথম ১৮ দিন গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কল পাবেন এবং পরবর্তী দিনগুলি সাধারণ রিচার্জের মত গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। এগুলি ছাড়াও আরও বেশ কিছু রিচার্জ প্ল্যান রয়েছে, যে সকল রিচার্জ প্ল্যান গ্রাহকদের দ্বিতীয় সিম বাঁচিয়ে রাখার ক্ষেত্রে অনেক সাহায্য করে।