যত খুশি ইন্টারনেট, BSNL এই রিচার্জ প্ল্যানে যা দিচ্ছে ধারেকাছে নেই কেউ

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা এখনো পর্যন্ত ব্যবসা চালাচ্ছে তাদের মধ্যে একমাত্র বিএসএনএল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হিসেবে টিকে রয়েছে। বাকি তিনটি টেলিকম সংস্থা বেসরকারি এবং তারা ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির তুলনায় পরিষেবার দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে।

ইতিমধ্যেই ভারতের মোবাইল ব্যবহারকারীদের 5G পরিষেবা উপহার দিয়ে দিয়েছে Jio এবং Airtel। Vi এখনো পর্যন্ত 5G পরিষেবা গ্রাহকদের উপহার দিতে না পারলেও তারা তাদের গ্রাহকদের নিরবিচ্ছিন্ন 4G পরিষেবা দিয়ে আসছে। তবে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হওয়ার পরেও BSNL এখনো তাদের গ্রাহকদের 4G পরিষেবা দিতে পারেনি।

এসবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হয়েও BSNL অনেক পিছিয়ে পড়েছে। বহু গ্রাহক রয়েছেন যারা ইতিমধ্যেই BSNL ত্যাগ করে অন্য টেলিকম সংস্থায় চলে গিয়েছেন। এমন পরিস্থিতিতে যখন রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থা হিসাবে অনেকটাই পিছিয়ে পড়েছে BSNL সেই সময় তারা গ্রাহক ধরে রাখতে এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো যা রীতিমত চমকে দেওয়ার।

BSNL নতুন যে রিচার্জ প্ল্যানটি এনেছে তাতে সত্তিকারের আনলিমিটেড পরিষেবা দেওয়া হচ্ছে। নতুন এই রিচার্জ প্ল্যানটি হলো ৩৯৮ টাকার। প্ল্যানটির নাম দেওয়া হয়েছে TrulyUnlimitedSTV_398। নামেই স্পষ্ট সংস্থার তরফ থেকে এই রিচার্জ প্ল্যানের সঙ্গে কি কি দেওয়া হচ্ছে।

৩৯৮ টাকা রিচার্জ প্ল্যানটির বৈধতা হলো ৩০ দিনের। এই রিচার্জ প্ল্যান যে সকল গ্রাহকরা রিচার্জ করবেন তারা কোনরকম FUP ছাড়াই পরিষেবা বহন করতে পারবেন। এতে প্রতিদিন ১০০ টি করে এসএমএস দেওয়া হচ্ছে, বাকি আনলিমিটেড কল এবং আনলিমিটেড ডেটা রয়েছে। অর্থাৎ গ্রাহকরা আনলিমিটেড কথা বলার পাশাপাশি যত খুশি ইন্টারনেট করতে পারবেন কোনরকম বাধা ছাড়াই।