BSNL নিয়ে এলো সবচেয়ে সস্তায় প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থাগুলি নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে তাদের মধ্যে অধিকাংশ টেলিকম সংস্থা বেসরকারি। এই সকল বেসরকারি টেলিকম সংস্থার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL এখনো পর্যন্ত নিজের অস্তিত্ব বজায় রেখেছে।

রাষ্ট্রীয় এই টেলিকম সংস্থা প্রতিযোগিতার বাজারে অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। যেখানে এক সময় এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা ছিল দেশের মধ্যে সবচেয়ে বেশি, সেই জায়গায় তারাই এখন সবার পিছনে। তবে গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন নতুন অফার নিয়ে আসছে BSNL।

সেইরকমই এই টেলিকম সংস্থা এবার প্রতিদিন ৩ জিবি ডেটা অর্থাৎ হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এমন একটি প্ল্যান নিয়ে এলো। BSNL-এর এই রিচার্জ প্ল্যান আপাতত ভারতের টেলিকম বাজারে সবচেয়ে সস্তা। অন্য কোন টেলিকম সংস্থা এই অফারের ধারে কাছে নেই। BSNL-এর এই রিচার্জ প্ল্যানটি হলো ২৯৯ টাকা।

২৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট করার সুযোগ পাবেন। এই ইন্টারনেট হাই স্পিড। এই ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও গ্রাহকরা ইন্টারনেট করতে পারবেন তবে স্পিড কমে হয়ে যাবে ৮০ কেবিপিএস। এছাড়াও এই রিচার্জ প্ল্যানের সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩০ দিন।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অন্যান্য যেসকল টেলিকম সংস্থা রয়েছে তারা ২৯৯ টাকা অথবা তার কিছু কমে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা দিয়ে থাকে। পাশাপাশি তাদের রিচার্জ প্ল্যানগুলির বৈধতা অর্থাৎ ভ্যালিডিটি থাকে ২৮ দিনের। স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় এই টেলিকম সংস্থার এই প্ল্যান সবচেয়ে সস্তা।