BSNL-এর এই সস্তা প্ল্যানে ভ্যালিডিটি ৬৫ দিন, সঙ্গে আনলিমিটেড কল, রয়েছে ডেটাও

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে নিজেদের অস্তিত্ব বজায় রক্ষা টেলিকম সংস্থাগুলির মধ্যে একটি হল BSNL। এই টেলিকম সংস্থাটি দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। যদিও Jio, Airtel অথবা Vi-এর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে টেলিকম সংস্থাটি। তবে সস্তার দিক দিয়ে অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় অনেক এগিয়ে।

অন্যান্য টেলিকম সংস্থাগুলি মূলত অত্যাধুনিক পরিষেবা প্রদানের কারণে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে আর তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করছে। কিন্তু BSNL অত্যাধুনিক পরিষেবার নিরিখে পিছিয়ে পড়ার কারণেই গ্রাহক সংখ্যার নিরিখে তাদের পিছিয়ে পড়তে হচ্ছে। তবে যে সকল গ্রাহকরা সস্তায় নিজেদের নম্বর টিকিয়ে রাখতে চান তাদের কাছে BSNL এর বিকল্প অন্য কিছু হতে পারে না।

BSNL এর সস্তা এই রিচার্জ প্ল্যানটি হল ৩১৯ টাকা। ৩১৯ টাকায় অন্যান্য টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের যা দেয় তার তুলনায় অনেক বেশি সুবিধা দিচ্ছে বিএসএনএল। ভ্যালিডিটি থেকে শুরু করে অন্যান্য সুবিধা রীতিমত অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিচ্ছে।

৩১৯ টাকা রিচার্জ করলে BSNL গ্রাহকরা পাবেন ৬৫ দিনের ভ্যালিডিটি। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে রয়েছে ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ। এছাড়াও গ্রাহকদের দেওয়া হচ্ছে ১০ জিবি হাই স্পিড ডেটা। পাশাপাশি রয়েছে ৩০০ টি এসএমএস। এসএমএস ভ্যালিডিটি আবার পাওয়া যাবে ৭৫ দিনের জন্য।

যেখানে অন্য সব টেলিকম সংস্থা ২৫০ টাকা বা তার বেশি টাকা মূল্যের রিচার্জ প্ল্যানের সঙ্গে মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি দেওয়া হয় সেই জায়গায় BSNL-এর গ্রাহকরা পাচ্ছেন ৬৫ দিনের ভ্যালিডিটি আর তার সঙ্গে অন্য সব সুবিধা। যদিও BSNL এখনো 4G পরিষেবা লঞ্চ করতে না পারার কারণে গ্রাহকদের মধ্যে ক্ষোভের শেষ নেই।