BSNL-এর বন্ধ হওয়ার জল্পনার মাঝেই বড় ঘোষণা কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদন : সরকারি টেলিকম সংস্থার বিএসএনএল বন্ধ হতে চলেছে এমন খবর ঘিরে জল্পনা দেশজুড়ে। দেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক আর বিএসএনএল এবং এমটিএনএলকে আর্থিক সাহায্য দিতে নারাজ। সেখান থেকেই শুরু হয় আশঙ্কা।

যদিও বিএসএনএল কর্তৃপক্ষ নিজেদের অর্থাভাবের কথা স্বীকার করে নিলেও সংস্থা বন্ধ হওয়ার জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তারা এ-ও জানান, “প্রতিযোগিতার বাজারে তাঁদের লড়াই করে টিকে থাকতে হচ্ছে। সরকারি অনুদানের উপর তারা অনেকটাই নির্ভরশীল এবং সরকার তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ফলে বিএসএনএল বন্ধ হয়ে যাওয়ার কোন আশঙ্কা নেই।”

এছাড়াও বিএসএনএল জানিয়েছে, সরকার বিএসএনএলকে বাঁচানোর জন্য নতুন করে প্যাকেজের কথা ভাবছে। সংস্থার চিফ জেনারেল ম্যানেজার রমাকান্ত শর্মা জানিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল টেলিকম সার্কেলে গত বছরের তুলনায়
দ্বিগুণ সিম বিক্রি হয়েছে। এই অর্থবর্ষে ইতিমধ্যেই ২ লক্ষ ৪৫ হাজার ৯০৮টি নতুন সংযোগ দেওয়া হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লক্ষ ২৯ হাজার ৯৮৮। শুধু তাই নয়, সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ১২ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও বিএসএনএল তাদের গ্রাহকদের এসএমএসের মাধ্যমে একটি বার্তাও দিচ্ছে। তারা এসএমএস করে জানিয়েছে, “বিএসএনএল, ১০০% সরকারি সংস্থা। আপনাদের আশ্বাস দিচ্ছে পরিষেবা দেওয়ার। বিএসএনএলের ফ্রি প্লানের সাথে আনন্দ উপভোগ করুন যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড বিনামূল্যে কল করার।”

বলাই বাহুল্য, যে সময় জিও IUC-র জন্য গ্রাহকদের কাছ থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য মিনিটে ৬ পয়সা করে কমতে শুরু করেছে, ঠিক সেসময় বিএসএনএলের এসএমএসের মাধ্যমে এমন ঘোষণা বড় ঘোষণা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।