BSNL নিয়ে আসছে ৪জি পরিষেবা, মাত্র কয়েক মাসের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদন : বিএসএনএল ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা, একসময় মুঠোফোন ব্যবহারকারীদের হাতে হাতে বিএসএনএল থাকলেও বর্তমানে পরিষেবার উপর নানান অভিযোগ এবং অন্যান্য টেলিকম সংস্থাগুলির উন্নতমানের পরিষেবা প্রদানের ফলে হারিয়ে যেতে বসেছে এই সংস্থা। তবে এবার সেই সংস্থায় আধুনিকীকরণের পথে হাঁটতে চলেছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর।

রিলায়েন্স জিও ভারতের টেলিকম বাজারে ৪জি পরিষেবা প্রদান করে বিপ্লব এনে দিয়েছিল। সস্তায় ডেটা ও আনলিমিেড ভয়েস কল প্রদান করে এই সংস্থা মন জয় করেছিল আমজনতার। জিওর নানান সুবিধা যখন সাধারণ মানুষকে জিওর দিকে টানতে শুরু করেছে ঠিক তখন অন্যান্য টেলিকম সংস্থাগুলিও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ৪জি পরিষেবা নিয়ে আসে বাজারে। তবে বিএসএনএল থাকে আগের জায়গাতেই। এমনকি বিএসএনএলের অস্তিত্ব নিয়ে নানান প্রশ্ন উঠতে থাকে। জল্পনা শুরু হয় রাষ্ট্রায়াত্ত এই টেলিকম সংস্থা বিএসএনএল বন্ধ হয়ে যাবে বলে। তবে শেষমেশ জল্পনায় ইতি টানে কেন্দ্র সরকার।বিএসএনএলকে পুনর্জীবিত করতে সরকারের পক্ষ থেকে সাহায্য প্রদানের কথা বলা হয়।

আর সরকারি সাহায্য পাওয়ার পর বিএসএনএল যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকীকরণের পথে। খুব শীঘ্রই তারা বাজারে নিয়ে আসছে ৪জি পরিষেবা। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রবীণ কুমার পুরওয়ার জানান, আগামী ৬ মাসের মধ্যে ৪ জি পরিষেবা চালু করবে বিএসএনএল। আগামী দু’বছরে বিএসএনএল ফোর-জি নেটওয়ার্কে ১২,০০০ কোটি টাকা মতো খরচ করবে। ডিসেম্বরের মধ্যেই ৪জি স্পেকট্রাম হাতে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিএসএনএল কর্তৃপক্ষ।