সস্তায় BSNL-এর দুর্দান্ত প্ল্যান, চলবে সারা বছর, সঙ্গে ১০৯৫ জিবি ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম (Telecom) বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের অস্তিত্ব বজায় রেখে ব্যবসা চালাচ্ছে সেই সকল টেলিকম সংস্থার মধ্যে অন্যতম হলো Jio ও Airtel। ব্যবসার নিরিখে অন্য দুই টেলিকম সংস্থা Vi এবং BSNL অনেকটাই পিছিয়ে পড়েছে। তবে পিছিয়ে পড়লেও গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য মুখিয়ে রয়েছে এই দুই টেলিকম সংস্থা।

পিছিয়ে পড়া দুটি টেলিকম সংস্থার মধ্যে BSNL রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হলেও তারা এখনো পর্যন্ত দেশে 4G পরিষেবা লঞ্চ করতে পারেনি। এর ফলে বহু গ্রাহক সরকারি এই টেলিকম সংস্থার উপর একপ্রকার ক্ষিপ্ত। তবে সংস্থার তরফ থেকে তাদের গ্রাহকদের মন ভুলানোর জন্য এবং ধরে রাখার জন্য নতুন নতুন প্ল্যান লঞ্চ করছে।

যেখানে দেশের অন্যান্য টেলিকম সংস্থা 4G-র পর 5G লঞ্চ করে দিয়েছে অথবা চিন্তাভাবনা করছে সেই জায়গায় বিএসএনএল অনেক পিছিয়ে থাকার কারণে তারা যে সকল নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে তা অন্যান্যদের থেকে সস্তা। এই সকল সস্তা প্ল্যানের মধ্য দিয়েই তারা গ্রাহকদের মন জয় করার পাশাপাশি তাদের ধরে রাখার চেষ্টায় রয়েছে।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা এমন একটি সস্তার রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে যা গ্রাহকদের মন ভরিয়ে দিতে বাধ্য। নতুন এই রিচার্জ প্ল্যানটির বৈধতা পুরো এক বছর অর্থাৎ ১২ মাস। এই প্ল্যান একবার বিএসএনএল গ্রাহকরা রিচার্জ করলেই আর সারা বছর পিছন ফিরে তাকাতে হবে না।

BSNL-এর নতুন এই রিচার্জ প্ল্যানটি হলো ১৯৯৯ টাকার। হিসেব অনুযায়ী প্রতিমাসে খরচ হয় মাত্র ১৬৬ টাকা। এই রিচার্জ প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ভয়েস কল থেকে শুরু করে প্রতিদিন ১০০ টি এসএমএস থাকার পাশাপাশি রয়েছে প্রতিদিন ৩ জিবি করে ডেটা। এখন বলুন কোন টেলিকম সংস্থা এত সস্তায় এতসব সুবিধা দিতে পারে!