লোকাল ট্রেন গেল ষাঁড়ের দখলে, ফাঁকা হলো পুরো কামরা

নিজস্ব প্রতিবেদন : ট্রেনে সফরের সময় বিভিন্ন ধরনের আজব আজব ঘটনা দেখা যায়। কখনো দেখা যায় আপনার বুক করা সিট অন্য কোন যাত্রী দখল করে বসে আছেন। আবার কখনো দেখা যায় দুধ, শাক-সবজি ইত্যাদি ভেন্ডার কামরায় না চাপিয়ে ব্যবসায়ীদের যাত্রীদের কামরায় চাপিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে দেখা যায়।

তবে এবার ঝাড়খণ্ডের একটি লোকাল ট্রেনে যে ছবি দেখা গেল তা এই সবকেও হার মানাবে। ঝাড়খণ্ডের একটি লোকাল ট্রেনের কামরা একটি ষাঁড়ের দখলে চলে যায়। ঠিক যেন ওই ষাঁড়টি একাকী ভ্রমণ করতে বেরিয়েছে। কামরার মধ্যে ওই ষাঁড়টিকে দেখার পর স্বাভাবিকভাবেই কামরার অন্যান্য যাত্রীদের অবস্থা থরহরিকম্প।

সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটি ঘটনার ভিডিও প্রকাশ কুমার নামে এক সাংবাদিক আপলোড করেছেন। সেই ভিডিও দেখে অবশ্য বোঝা যায়, ওই ষাঁড়টি কিন্তু ইচ্ছা করে এই লোকাল ট্রেনে চেপে এক জায়গা থেকে অন্য জায়গা পাড়ি দিচ্ছে এমনটা নয়। তাকে কেউ বা কারা ট্রেনের উপর চাপিয়ে সিটের সঙ্গে বেঁধে দেন। আর এই ঘটনার পর ওই কামরা একপ্রকার ফাঁকা হয়ে যায় এবং ট্রেনের যাত্রীরা সব সময় ওই ষাঁড় থেকে দূরে সরে থাকার চেষ্টা চালান।

জানা গিয়েছে, এমন ঘটনাটি যেদিন ঘটে ঐদিন ওই লোকাল ট্রেনটি ওই সময় ঝাড়খণ্ডের মির্জাচক থেকে সাহিবগঞ্জের দিকে যাচ্ছিল। ওই ষাঁড়টি ট্রেনের মধ্যে এইভাবে বেঁধে দেওয়া অবস্থায় থাকার কারণে যাত্রীরা ট্রেনে নামা ওঠা করতে পর্যন্ত ভয় পাচ্ছিলেন। ট্রেনের এক যাত্রী থেকে জানা যায়, ১০-১২ জন ব্যক্তি ওই ষাঁড়টিকে ট্রেনের উপর চাপিয়ে এইভাবে বেঁধে দেন। তারা কারা তা চেনা সম্ভব হয়নি।

এর পাশাপাশি যারা এই কাজটি করেন তারা ট্রেনে যাত্রীদের বলে যান যেন সাহিবগঞ্জ রেলস্টেশন এলে ওই ষাঁড়টির গলার দড়ি খুলে তাকে মুক্ত করে দেওয়া হয়। এই ঘটনাই যেমন তেমন কর্মকাণ্ড করা ব্যক্তিদের বিরুদ্ধে আঙ্গুল তোলা হচ্ছে সেই রকমই রেল আধিকারিকদের বিরুদ্ধেও আঙ্গুল তুলছেন অনেকেই।