ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, করোনার মাঝেই শুরু হচ্ছে বুন্দেশলিগা

নিজস্ব প্রতিবেদন : করোনার ফলে থমকে গেছে গোটা বিশ্ব। টিভির চ্যানেল ঘোরালেই চোখে পড়ছে করনোতে সংক্রমিত আর মৃতের সংখ্যা। ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে মানুষ বিরক্ত হয়ে উঠছেন, আর সেই একই খবর দেখতে দেখতে। এক অদ্ভুত ভয়। সবকিছু বন্ধ আছে। বন্ধ আছে খেলাধুলোও।

কিন্তু এই করোনার মাঝেই জার্মানি খেলার আয়োজন করলো। ফুটবল খেলার আয়োজন করলো তারা। যদিও এই বিষয়ে যথেষ্ট সর্তকতা অবলম্বন করা হয়েছে। দর্শকশূন্য গ্যালারিতে খেলা হবে। খেলার আগে এবং পরে খেলোয়াড়রা কোন রকম গ্রুপ ছবি তুলতে পারবেন না। মাঠের মধ্যে কেউ থুতু ফেলতে পারবেন না। থুতু ফেললে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মাঠের মধ্যে করা যাবেনা করমর্দন। নিয়মিত ফুটবলারদের শারীরিক সুস্থতা চেক করা হবে। তবে দর্শকশূন্য গ্যালারিতে ফুটবলাররা যাতে ম্রিয়মান হয়ে না পড়েন তার জন্য ফুটবলারদের উৎসাহিত করতে স্ট্যান্ডে কার্ডবোর্ডের দর্শক রাখা হবে বলে জানা গিয়েছে। এছাড়া জার্মান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই লিগ চলাকালীন অনুশীলন ও টিম হোটেলের বাইরে কোনো ফুটবলারকেও যেতে দেওয়া হবে না।

এই ভাবেই শুরু হচ্ছে বিশ্বের জনপ্রিয় ফুটবল লিগগুলির মধ্যে অন্যতম ফুটবল লিগ বুন্দেশলিগা। ১১ই মার্চ মুনশেনগ্ল্যাডব্যাচ বনাম এফসি কোলন ম্যাচের পর জার্মানিতে থমকে যাওয়া খেলা আবার শুরু হবে। এদিন ভারতীয় সময় অনুযায়ী সাতটায় এই লিগ চালু হবে। খেলা রয়েছে ভারতীয় সময় রাত ১০ টাতেও। শনিবার রয়েছে মোট ৬ টি খেলা।

আগেই বলেছি গ্যালারি থাকবে দর্শকশূন্য। রবিবারের মাঠে নামা লিগের মধ্যে থাকছে বায়ার্ন মিউনিখ। এই খেলা দেখার জন্য মানুষ উৎসাহিত হয়ে উঠেছে। করোনার মাঝেই খেলার এই খবর যেন দমকা হাওয়ার মতো খেলাপ্রেমী সহ গোটা বিশ্বকেই উজ্জ্বীবিত করে তুললো