সেনাদের প্রাণ বাঁচাতে বর্ধমানের সাবিরের যুগান্তকারী আবিষ্কার, স্বীকৃতি দিলো প্রতিরক্ষা মন্ত্রক

নিজস্ব প্রতিবেদন : যুদ্ধক্ষেত্র হোক বা দুর্ঘটনা প্রতিদিনই অগুন্তি মানুষের প্রাণ যায় রক্তক্ষরণের ফলে। রক্তক্ষরণ বন্ধ করতে এযাবত যেসকল পথ্য বা পদ্ধতি রয়েছে তাতে সময় লাগে কমপক্ষে ২ মিনিট বা তার বেশি। আর যে কারণেই মৃত্যুর পথে ঢলে পড়েন হাজার হাজার সেনা, হাজার হাজার দুর্ঘটনাগ্রস্ত মানুষ। কিন্তু এবার সেই রক্তক্ষরণ দ্রুত রক্তে অভিনব আবিষ্কার বর্ধমানের এক যুবকের।

বর্ধমানের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সাবির হোসেন এই অভিনব আবিষ্কার করে বদলে দিয়েছে চিকিৎসার চিরাচরিত ধারণাকে। এবার রক্তক্ষরণ বন্ধ হবে মাত্র ৩০ সেকেন্ডেই। তিনি আবিষ্কার করেছেন এক অভিনব পাউডার, যার নাম ‘স্টপ ব্লিড’। বাজারে পাওয়া অন্যান্য পদ্ধতি অথবা পাউডারের থেকে এর দাম প্রায় ৮০ শতাংশ কমও। সাবির হোসেনের আবিষ্কৃত এই পাউডার যুদ্ধক্ষেত্রে অথবা হাসপাতালে ব্যবহার করে বাঁচানো সম্ভব হবে হাজার হাজার সেনা বা দুর্ঘটনাগ্রস্ত মানুষের জীবন বলেই আশা রাখছে চিকিৎসা মহল।

সাবির হোসেন বর্ধমানের খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামের বাসিন্দা, যদিও তারা বর্তমানে বর্ধমানের রসিকপুর গ্রামে বসবাস করেন। সাবির হোসেন বর্ধমানের একটি উচ্চ বিদ্যালয় উচ্চমাধ্যমিক পাশ করার পর কলকাতায় বিটেক করার পর এনআইটি রাউরকেল্লা থেকে বায়োমেডিকেল এমটেক করেন। তারপর নিজেই একটি সংস্থা খোলেন আর সেই সংস্থা থেকেই সাবির হোসেনের এই আবিষ্কার স্টপ ব্লিড। তিনি বর্তমানে কর্মসূত্রে ভুবনেশ্বরে থাকেন।

সাবির হোসেনের এই আবিষ্কার স্টপ ব্লিড উদ্ভাবনীকে স্বীকৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সাবির হোসেনের হাতে তুলে দেন একটি মানপত্র। উপস্থিত দেশের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ডিআরডিও চেয়ারম্যান সতীশ রেড্ডি, তিন সেনবাহিনীর প্রধানরাও। এছাড়াও তার এই সমস্ত ইসরাইলে ২০১৯ ইসরাইল মাস চ্যালেঞ্জ জয় করে।