নিয়ন্ত্রণহীন গতি, সেতু ভেঙে উল্টে গেল যাত্রীবোঝাই বাস

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের পর আনলক শুরু হতেই ফের বাড়ছে পথদুর্ঘটনা। বুধবার সকালে বীরভূমে ঘটে গেল বাস দুর্ঘটনা। একটি বেসরকারি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙে উল্টে যায়। ঘটনাটি ঘটেছে মল্লারপুর থেকে রামপুরহাট যাওয়ার মাঝে জয়রামপুর সেতুর উপর। এই বাস দুর্ঘটনায় ২৫ জন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যাদের রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসের চালক পলাতক।

এদিন বাসটি সিউড়ি থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল আর ঠিক সে সময়ই জয়রামপুর সেতুর উপর এমন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার কারণ হিসাবে বাসের যাত্রীরা বাসের নিয়ন্ত্রণহীন গতিকে দায়ী করেছেন। বাসের যাত্রীদের বক্তব্য, “আম্বা মোড় থেকে বাসটি নিয়ন্ত্রনহীন গতিতে ছুটতে শুরু করে। এরপর সামনে একটি অন্য গাড়ি চলে এলে আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। সেতু ভেঙে উল্টে যায়। বাসে ২৮ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।” বাসের আরও এক যাত্রী জানিয়েছেন, একটি টেকারকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনিও বাসের গতিবেগ বেশি ছিল বলে দাবি করেছেন।

তবে এমন বাস দুর্ঘটনা বীরভূমে প্রথম নয়। এর আগেও আমরা দেখেছি সিউড়ি থেকে রামপুরহাট যাওয়ার পথে জাতীয় সড়কের উপর বারংবার বাস দুর্ঘটনা ঘটেছে। আর এই বারংবার বাস দুর্ঘটনার জন্য জেলার মানুষরা যেমন জাতীয় সড়কের বেহাল অবস্থাকে দায়ী করেছেন ঠিক তেমনি তারা বাসগুলির বডি ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন। মল্লারপুর থেকে রামপুরহাট যাওয়ার মাঝে এদিন এই ভাবে বাস উল্টে যাওয়ার ঘটনার খবর পেয়েই মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।