চন্দ্রযান-২ পাঠিয়ে ভারত ৮ টি লাভের সম্মুখীন, জেনে নিন এক ঝলকে

নিজস্ব প্রতিবেদন : চন্দ্রযান ২ এর সফল উৎক্ষেপনে ইসরো এক ঢিলে দুই পাখি মারতে চলেছে। একে অপরের ভালোর জন্য তারা দেখাতে চলেছে আমরাও পারি বিশ্বের বড় বড় মহাকাশ গবেষণা সংস্থাগুলির মত বিজ্ঞান ও বাণিজ্যকে একত্রিত করতে। জ্যোতির বিজ্ঞান গবেষণায় তারা প্রমাণ করতে চলেছে তাদের কাছেও ক্ষমতা রয়েছে মহাকাশের জটিল কক্ষপথে কম খরচে বেশি ওজনের উপগ্রহ পাঠানোর ক্ষমতা ও কৌশল। নাসা, ইসা, জাক্সার মতো বিশ্বের বড় বড় গবেষণা সংস্থাগুলির থেকে কম খরচে উপগ্রহ পাঠিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করছে ইসরো।

Source

মাত্র ১ হাজার কোটি টাকায় সফল চন্দ্রযান ২ উৎক্ষেপণে ইসরো বিশ্বকে শেখাতে চলেছে সর্বাধুনিক প্রযুক্তি এবং প্ৰকৌশল আয়ত্ব করার মন্ত্র। যা ইসরোকে বিশ্বের নজির গড়ার সুযোগ করে দিয়েছে।

আর যার ফলে বিশ্বের অর্থনৈতিক দিক থেকে খুব একটা শক্তপোক্ত না হওয়া দেশগুলিও মহাকাশ গবেষণার স্বপ্ন দেখতে শুরু করেছে। এবার হয়তো তারাও বিশ্বের নামিদামি মহাকাশ গবেষণাগার নাসা, ইসা, জাক্সার দিকে না ঝুঁকে ভারতীয় মহাকাশ গবেষণাগারের দিকে ঝুঁকবে রকেট, উপগ্রহ পাঠানোর জন্য।

আর এর ফলে উপকৃত হবে ইসরো ও ভারতের মহাকাশ গবেষণা। কারণ বিশ্বের ছোট ছোট দেশগুলোর দিকে ঝুঁকলে ইসরোর সরকার নির্ভরতা অনেকটা কমবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার আরো বেশি স্বনির্ভর হয়ে উঠবে।

সরকারি নির্ভরতা কমলে ভারতীয় মহাকাশ গবেষণায় বাধ্যবাধকতার ফাঁসটাও আলগা হবে। সরকারের অর্থের উপর নির্ভর করে চটজলদি চটকদারীর চাপও কমবে।

ফলে ইসরোকে শুধু আবহাওয়া, খনিজ সম্পদের সন্ধান অথবা শত্রুপক্ষের উপর নজরদারি রাখার সর্বাধুনিক প্রযুক্তি বা প্রকৌশল আয়ত্ত করার দিকে মগ্ন থাকতে হবে না।

সুফলতা আরো রয়েছে, এক লাফে অনেক গুণ বাড়িয়ে দিবে নতুন এবং পরবর্তী প্রজন্মের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ, বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং গবেষণার ইচ্ছাকে।

Source

চন্দ্রযান ২ এর মত জ্যোতির্বিজ্ঞান গবেষণায় ইসরো আরও বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিলে ইঞ্জিনিয়াররা ইসরোর চাকরিতে থেকে যাবেন। বিদেশের মোটা টাকার চাকরির টোপ গিলবেন না। আর সেই মেধা দেশকে দেবে মেধাসম্পদ, সাথে দেবে অর্থ উপার্জনের রাস্তা।

বিশ্বের ছোট ছোট দেশগুলি নাসা, ইসা, জাক্সার মত গবেষণাগারের দিকে না ঝুঁকে ভারতের ইসরোর দিকে ঝুঁকলে ইসরোর বাণিজ্য বাড়বে বহুলাংশে। তাতে করে সেই লভ্যাংশ থেকে ইসরো আরো বেশি খরচ করতে পারবে মহাকাশ গবেষণায় ও জ্যোতির্বিজ্ঞানে।