CAA ও NRC-এর প্রতিবাদে ফের অবরোধ রেল ও সড়ক পথ, অবরুদ্ধ সিউড়ি হাওড়া এক্সপ্রেস

হিমাদ্রি মন্ডল ও চন্দন কর্মকার : CAA ও NRC -এর এখনো সমানতালে চলছে। সোমবার সকালে মুরারইয়ের চাতরা ও দুবরাজপুরে বিক্ষোভের পর দুপুরে আবার বিক্ষোভ, রেল ও সড়কপথ অবরোধ।

সোমবার দুপুরে সাঁইথিয়া থানার অন্তর্গত মহিষাডহরী স্টেশনে রেলপথ অবরোধের কারণে দীর্ঘক্ষন আটকে পরে সিউড়ি হাওড়া এক্সপ্রেস। বিক্ষোভকারীদের দাবি, কোনোভাবেই চালু করা যাবে না এনআরসি। প্রায় দু’ঘণ্টা ওই স্টেশনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে রেল পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের হাত থেকে বের করে নেওয়া সম্ভব হয় সিউড়ি হাওড়া এক্সপ্রেসকে।

পাশাপাশি একই দাবিতে সাঁইথিয়া থানার অন্তর্গত মাঠপলশা ও কুনুরী গ্রামে সিউড়ি সাঁইথিয়া রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়কপথ অবরোধ করে বিক্ষোভে নামে কয়েকশো বিক্ষোভকারী। স্বাভাবিকভাবেই যান চলাচল বন্ধ হয়ে যায় সিউড়ি সাঁইথিয়া রাস্তায়।

একের পর বিক্ষোভের আগুনে পুড়ছে গোটা রাজ্য। গত তিনদিনের এরকম উগ্র বিক্ষোভের কারণে ইতিমধ্যেই কয়েকশ কোটি টাকার ক্ষতির সম্মুখীন রেল। বাদ যায়নি রাজ্যের সরকারি সম্পত্তিও। চারিদিকে রেল বাতিলের পাশাপাশি যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার রাজ্যের বাসিন্দারা।