সুখবর: দাম কমলো ৩০ টি চ্যানেলের, বড় সিদ্ধান্তে স্বস্তিতে গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদন : টেলিকমের মত টিভির প্রতিযোগিতার বাজারে দর্শক ধরে রাখতে সম্প্রতি চ্যানেলের দাম কমানোর কথা ঘোষণা করেছে ৪ টি সংস্থা। যাদের মধ্যে রয়েছে বেশ কিছু জনপ্রিয় বাংলা চ্যানেল, যাদের দিকে চোখ রেখেই ড্রইংরুমে বেশিরভাগ সময় কাটান দর্শকরা। এই সব চ্যানেলের দাম ৭ টাকা পর্যন্ত দাম কমেছে।

কেবল টিভি বা ডিস টিভির ৩০টি চ্যানেলের দাম কমেছে। মোট ৪ টি ব্রডকাস্টিং সংস্থা তাদের চ্যানেলগুলির দাম কমানোর কথা জানিয়েছে। ট্রাই জানিয়েছে, ১৫ই অক্টোবর থেকে চ্যানেল পিছু নতুন দাম দর্শকের থেকে নিতে হবে চ্যানেল কর্তৃপক্ষকে। তার দরুন যদি কোনও টাকা দর্শকের পাওনা হয়, তাহলে সেই টাকা ‘অ্যাডজাস্ট’ করে দিতে হবে গ্রাহকের বিলের সাথে।

যদিও চ্যানেলের যে দাম কমেছে, তা পাকাপাকিভাবে কমানো হবে, এমন ঘোষণা অবশ্য করছে না চ্যানেল সংস্থাগুলি। তারা এই দাম কমানোর বিষয়কে উৎসবের মরশুমের ‘অফার’ হিসেবেই সামনে রেখেছে। ৪ টি সংস্থার মধ্যে ৩ টি সংস্থা জানিয়েছে, তাদের অফার প্রায় ৩ মাস পর্যন্ত চালু রাখা হবে। একটি সংস্থা অবশ্য কোনোরকম সময়সীমা ঘোষণা করেনি। যার ফলে চ্যানেলগুলির পুরনো দামে ফেরার সম্ভাবনাও থেকে যাচ্ছে।

যদিও কেবল সংস্থাগুলির একাংশ মনে করছে, প্রতিযোগিতার বাজারে একবার দাম কমিয়ে ফের বাড়াতে হলে হারাতে হতে পারে দর্শক। তাই অনেকেরই মত, সেদিকে আর নাও হাঁটতে পারে চ্যানেলগুলি। ভবিষ্যতে যাই হোক না কেন, আপাতত টিভি দেখার মাসিক বিলে যে রেহাই মিলতে চলেছে, তাতে সংশয় নেই।