বিনামূল্যে শাহরুখকে দিয়ে করানো যাবে নিজের দোকানের বিজ্ঞাপন, রইলো পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই বলিউড (Bollywood) বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) মন ভালো নেই। কারণ তার বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan) মাদককাণ্ডে আর্থার জেলে আর্থার জেলে বন্দী। দিওয়ালির (Diwali) আগে এমন ঘটনায় অন্ধকার নেমে এসেছে শাহরুখের পরিবারে।

তবে এরই মাঝে তিনি সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং সেরে ফেলেছেন। যে বিজ্ঞাপনে আসন্ন দিওয়ালি উপলক্ষে দেশের নাগরিকদের বিশেষ বার্তা দিয়েছেন। এই বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে ছোট ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা। শুধু বার্তা দেওয়াই নয়, এর পাশাপাশি আপনি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন এবং শাহরুখ খানকে দিয়েই এমন বিজ্ঞাপন করাতে চান তাহলে খুব সহজে করাতে পারবেন, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

করোনাকালে বিশ্বের পাশাপাশি ভারতের অর্থনৈতিক পরিস্থিতিতে এসেছে মন্দা। সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি ছোট ছোট ব্যবসায়ী, দোকানদারদের। লকডাউন, করোনা ভয় মানুষের বাইরে বেশি বের না হওয়া এসবের কারণে এই সকল ছোট ছোট ব্যবসায়ীরা একপ্রকার মুহূর্তে বসেছেন। অন্যদিকে তালে তাল মিলিয়ে বেড়ে চলেছে অনলাইনে জিনিসপত্র কেনার ধুম।

এই পরিস্থিতিতে এই বিজ্ঞাপনের মাধ্যমে যেমন দেশের মানুষদের বার্তা দেওয়া হয়েছে আপনার বাড়ির পাশের দোকান থেকে স্মার্টফোন, মিষ্টি, পোশাক-আশাক কেনার, ঠিক তেমনি আবার আপনি নিজেও একটি ওয়েবসাইটে সামান্য কয়েকটি তথ্য দিয়ে নিজের দোকানের নামে ওই বিজ্ঞাপন করাতে পারেন।

শাহরুখ খানকে দিয়ে নিজের দোকানের বিজ্ঞাপন করানোর জন্য notjustacadburyad.com ওয়েবসাইটে গিয়ে প্রথমেই আপনার লোকেশন দিতে হবে। এরপর বেছে নিতে হবে আপনার ব্যবসার ক্যাটাগরি। ক্যাটাগরিতে রয়েছে চারটি অপশন, ফ্যাশন, ফুটওয়ার, ইলেকট্রনিক্স এবং গ্রোসারি।

এক্ষেত্রে আপনার দোকান ওই যে ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরিটি বেছে নিতে হবে। তারপর দিতে হবে নিজের দোকানের নাম। দোকানের নাম দেওয়ার পর ঠিক তার নিচে ‘I am the store owner / work at this store’ অপশনে টিক দিতে হবে। এর পরেই দিতে হবে আপনার বিবরণ।

আপনার বিবরণ দেওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার নাম, আপনার হোআটসঅ্যাপ নম্বর, ইমেইল আইডি, বয়স দিয়ে প্রতিটি শর্তে টিক দিতে হবে। এরপর ‘Get your personalized video’ তে ক্লিক করে দিতে হবে। এরপর কিছুক্ষণের মধ্যেই আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে চলে আসবে আপনার দোকানের নাম দিয়ে শাহরুখ খানের বিজ্ঞাপন।