অঙ্কিতার কেড়ে নেওয়া চাকরি পাচ্ছেন ববিতা, সঙ্গে এত মাসের বেতন

নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নাম জড়িয়ে যাওয়ার পর বেজায় অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার। এই অস্বস্তি আরও বাড়িয়ে দেয় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিতে নিয়োগ।

হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই অঙ্কিতা অধিকারী তার চাকরি হারিয়েছে। চাকরি হারানোর পাশাপাশি আদালতের নির্দেশে তাকে ফেরত দিতে হবে পুরো চাকরিজীবনের বেতন। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেই টাকার প্রথম কিস্তি জমা করেছেন অঙ্কিতা। এরইমধ্যে এবার নয়া নির্দেশ দিল আদালত।

হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মন্ত্রীকন্যা অঙ্কিতার থেকে কেড়ে নেওয়া চাকরি পাবেন ববিতা সরকার। পর্ষদকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে ববিতা সরকারকে নিয়োগপত্র দিতে হবে। এমনকি অঙ্কিতা প্রথম কিস্তি অনুসারে যে টাকা ফেরত দিয়েছেন সেই টাকা ১০ দিনের মধ্যে ববিতাকে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তাকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি ৪৩ মাসের যে বেতন অঙ্কিতা পেয়েছিলেন তা ফিরিয়ে দিতে হবে। সেই নির্দেশ অনুযায়ী ৭ জুন অঙ্কিতা প্রথম কিস্তির টাকা ফেরত দেয়। এখন আদালতের নির্দেশ, ববিতা সরকারকে চাকরিতে নিয়োগ করার পাশাপাশি ওই ৪৩ মাসের বেতন দেওয়া হবে ববিতাকেই।

ববিতা সরকার এসএসসি পরীক্ষায় বসে ছিলেন ২০১৬ সালের ৪ ডিসেম্বর। সেই পরীক্ষার মেধা তালিকা প্রকাশিত হয় ২০১৭ সালের ২৭ নভেম্বর। মেধাতালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় ওয়েটিং লিস্টে নাম রয়েছে তার। সাধারণ লিস্টে নাম থাকা চাকরিপ্রার্থীদের প্রথমেই বেছে নেওয়ার পর ওয়েটিং লিস্ট থেকে চাকরিপ্রার্থীদের বেছে নেওয়া হয়। কিন্তু এই ওয়েটিং লিস্ট নিয়েই ম্যাজিক ঘটে। দ্বিতীয় কাউন্সিলিংয়ের সময় ববিতা জানতে পারেন তার নাম ম্যাজিকের মতো ২০ নম্বর থেকে চলে গেছে ২১ নম্বরে। অদৃশ্য ম্যাজিকে এই ওয়েটিং লিস্টের তালিকায় সবার প্রথমে চলে আসেন অঙ্কিতা অধিকারী। এরপরেই দীর্ঘ সময় ধরে ববিতা আইনি লড়াই চালাচ্ছিলেন।