ওমিক্রণকে ‘কম বিপজ্জনক’ ভাবছেন? সতর্ক করলো WHO

শর্মিষ্ঠা চ্যাটার্জী : বর্তমানে আমাদের সবথেকে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। যার ত্রাসে কাঁপছে সারা বিশ্ব। তবে বহু দেশে ইতিমধ্যেই বহু বিশেষজ্ঞ নতুন এই ভ্যারিয়েন্টকে ‘কম বিপজ্জনক’ আখ্যা দিয়ে ফেলেছেন। অনেকের মত এই নতুন স্ট্রেনের ক্ষেত্রে মারণ ক্ষমতা এবং হাসপাতালে ভর্তি এক্ষেত্রে অপেক্ষাকৃত অনেক কম হবে। কিন্তু এবার সেই ভুল ভেঙে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর মতানুযায়ী ওমিক্রন প্রজাতিকে কম বিপজ্জনক বলাটা বড়সড় একটি ভুল চিন্তা ভাবনা। হু এর প্রধান ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রীয়াসুস এই সম্পর্কে তাঁর বক্তব্য প্রকাশ করেছেন । তাঁর মতে, ইতিমধ্যেই এই প্রজাতি বহু মানুষকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করেছে। এমনকি বহু মানুষের প্রাণ ও চলে গিয়েছে এর প্রভাবে।

WHO এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী , গত এক সপ্তাহে বিশ্ব জুড়ে প্রায় ৯৫ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। পূর্বের সপ্তাহের থেকে যা ৭১ শতাংশ অধিক। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার মতো ভারতও তালিকায় ঢুকে পড়েছে।

ডেল্টার মতোই সারা বিশ্ব ওমিক্রনের কবলে পড়ে এক সুনামির দিকেই এগোচ্ছে। কিছুদিন পূর্বেই এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ঘেব্রীয়াসুস। তবে ২০২২ এর প্রথমের দিকে হু এর তরফ থেকে বার্তা দেওয়া হয়েছিল, একযোগে বিশ্বের সব দেশ লড়াই করলে ওমিক্রন থেকে মুক্তি সম্ভব। কিন্তু ফের স্ববিরোধী এই মন্তব্য বিশেষজ্ঞ মহলে কিছুটা অস্বস্তি দিচ্ছে।

বর্তমানে ফের WHO এর তরফ থেকে সারা বিশ্বের মানুষকে এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। আক্রান্তের সংখ্যা অধিক হওয়ার কারণেই বহু দেশের স্বাস্থ্য ব্যবস্থার কারণে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। যা বাড়তি চাপ সৃষ্টি করছে।