করোনার জেরে বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন : করোনার বাড়বাড়ন্তে দুশ্চিন্তায় রাজ্যের বাসিন্দারা। প্রতিদিনই ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার থেকেও বেদনাদায়ক স্বজন হারানোর। আর এমত অবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শুক্রবার রাজ্যে আংশিক লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হলো। অনির্দিষ্টকালের জন্য আংশিকভাবে বাজার ঘাট, সম্পূর্ণভাবে শপিংমল সহ আরও একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জমায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো।

আর এর পাশাপাশি একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্তের পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তাদের নতুন সিদ্ধান্ত নিতে দেখা গেল। পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে নিজের স্কুলেই।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে শুক্রবার ঘোষণা করা হয়, করোনা পরিস্থিতি এবং আরও একাধিক কারণে চলতি বছর একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা বাতিল করা হচ্ছে। একাদশ শ্রেণীর প্রতিটি পড়ুয়াকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার অনুমতি দিচ্ছে শিক্ষা সংসদ।

[aaroporuntag]
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে জানানো হয়েছে, পূর্বঘোষিত সূচি অনুযায়ীই পরীক্ষা হবে। তবে পরীক্ষা হবে নিজের স্কুলেই। পাশাপাশি পরীক্ষার সময় বদলের সিদ্ধান্তও নিয়েছে শিক্ষা সংসদ। পূর্বের সূচীর সময়সীমার পরিবর্তে পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে এবং শেষ হবে ৩টে ১৫ মিনিটে। তবে যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয় তাহলে পরবর্তীতে সিদ্ধান্ত বদল করা হতে পারে বলে জানানো হয়েছে।