ফের বাড়ানো হলো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা

নিজস্ব প্রতিবেদন : করোনা অতিমারির কথা মাথায় রেখে, সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে ফের একবার কেন্দ্র সরকারের তরফ থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলো। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) এর তরফ থেকে জানানো হয়েছে ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কথা।

CBDT এর ঘোষণা অনুযায়ী ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর। আর এই দিনক্ষণের মেয়াদ শেষ হওয়ার আগেই বুধবার জানানো হয়েছে ২০১৮-১৯ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময়সীমা করা হলো ৩০ শে নভেম্বর পর্যন্ত। এর পাশাপাশি ২০১৯-২০ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ শে নভেম্বর পর্যন্ত বলে জানানো হয়েছে।

করোনা অতিমারি চলাকালীন কেন্দ্র সরকারের তরফ থেকে এই নিয়ে চারবার আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা বাড়ানো হলো। প্রথম দফায় সময়সীমা বাড়ানো হয় ৩১ শে মার্চ থেকে ৩০ শে জুন। তারপর আবার তা বাড়িয়ে ৩১ শে জুলাই পর্যন্ত করা হয়। এরপর এই দিনক্ষণের মেয়াদ বাড়িয়ে করা হয় ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। আর এখন তা করা হলো ৩০ শে নভেম্বর পর্যন্ত।