মাঝরাতে বোলপুরে সিবিআইয়ের বিরাট দল, অনুব্রতকে জেরা! চরম জল্পনা

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে বারবার তলব। আর সেই তলব এড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এবার বোলপুরে এসে পৌঁছালো সিবিআইয়ের বিরাট দল। বুধবার মাঝ রাতে সিবিআইয়ের এই বিরাট দল বোলপুরে পৌঁছাতে দেখা যায়। তারা বর্তমানে বোলপুরের রতন কুঠিতে রয়েছেন। এরপরই জল্পনা তৈরি হচ্ছে তাহলে কি বৃহস্পতিবার অনুব্রতর বাড়িতে পৌঁছাবেন আধিকারিকরা।

সাম্প্রতিককালের এই ঘটনার সূত্রপাত গত সপ্তাহ থেকে। গত সপ্তাহে সিবিআই এবং ইডির আটটির বেশি দল বীরভূমে হানা দেয়। হানা দেওয়া হয় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা ও ব্যবসায়ীর বাড়িতে। এরপরেই গরু পাচার কাণ্ডে সোমবার তাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

সেই নির্দেশ অমান্য করে অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান। ঠিক তারপর ফের বুধবার তাকে হাজিরা দেওয়ার জন্য তলব পাঠানো হয়। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। বরং এর মাঝে চিকিৎসা নিয়ে চলে একের পর এক চাপানউতর। এরই মাঝে বুধবার সিবিআই এর বিরাট দল এসে পৌঁছালো বোলপুরে।

বুধবার রাতে বিশাল সিবিআইয়ের দল আসার পাশাপাশি বিশাল কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা হাজির হয়েছেন বোলপুরের রতন কুঠিতে। অনুব্রত মণ্ডলের প্রভাবের কথা মাথায় রেখে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতেই অনুব্রত মণ্ডলের বাড়িতে বৃহস্পতিবার সিবিআই আধিকারিকরা পৌঁছে যাবেন বলে জল্পনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সিবিআই তলব এড়ানোর জন্য অনুব্রত মণ্ডল নাকি খোদ তার বাড়িতে চিকিৎসা করতে আসা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে জোর দিয়েছিলেন বেড রেস্ট লিখে দেওয়ার জন্য। পরে ওই চিকিৎসক মিডিয়ার সামনে সমস্ত কিছু প্রকাশ করেন। এরপরেই অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতা নিয়েও চরম জল্পনা শুরু হয়েছে।