ফের সিবিআই হানা বোলপুরে, এবার অনুব্রতর রাইস মিল

নিজস্ব প্রতিবেদন : লাগাতার সিবিআই হানা চলছে বীরভূম জুড়ে। মাত্র কয়েক দিনের মধ্যে সিবিআই এবং ইডি হানা দেয় বোলপুর, সিউড়ি, নানুর, মহম্মদ বাজার সহ বিভিন্ন জায়গায়। এরই মধ্যে শুক্রবার সিবিআই আধিকারিকদের ফের হানা দিতে দেখা গেল বোলপুরে অনুব্রত মণ্ডলের রাইস মিলে।

গরু পাচার কাণ্ডে অভিযুক্ত থাকার পর গত সপ্তাহের বৃহস্পতিবার তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হন সিবিআইয়ের হাতে। তার গ্রেফতার হওয়ার আগে একাধিক জায়গায় হানা দেন সিবিআই আধিকারিকরা। তবে গ্রেপ্তার হওয়ার পরেও সেই হানা অব্যাহত রয়েছে। বুধবার সিবিআই আধিকারিকরা নতুন করে হানা দিয়েছিলেন অনুব্রত মন্ডলের বাড়িতে এবং তার সিএ-র বাড়িতে। এছাড়াও বোলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হানা দিয়ে ১৬ কোটি ৯৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়।

এরই মধ্যে নতুন করে শুক্রবার সিবিআই আধিকারিকের ৪ সদস্যের একটি দল পৌঁছে যায় অনুব্রত মণ্ডলের ভোলে বোম রাইস মিলে। তবে এদিন এখানে সিবিআই আধিকারিকরা পৌঁছালেও দীর্ঘক্ষণ ধরে তাদের রাইস মিলে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা দীর্ঘক্ষণ ধরে মূল গেটের সামনে দাঁড়িয়ে থাকেন এবং যখন পরিস্থিতি সরগরম হতে শুরু করেছে সেই সময় একপ্রকার বাধ্য হয়ে মুল গেট খুলে দেন কর্মীরা।

অনুব্রত মণ্ডলের এই রাইস মিলটি রয়েছে বোলপুরের কালিকাপুরে। যেখান থেকে অনুব্রত মণ্ডলের বাড়ি সামান্য দূরেই। রাইস মিলটি আগে অন্য কোন এক ব্যক্তির নামে থাকলেও অনুব্রত মন্ডল এবং তার পরিবারের সদস্যদের নামে এটি কেনা হয়। এই রাইস মিলেই হয়েছিল অনুব্রত মণ্ডলের মা এবং স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান।

রাইস মিলে প্রবেশ করার পর সিবিআই আধিকারিকরা সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং দেখা যায় এই রাইস মিলের ভিতরে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। এই সকল বিলাসবহুল গাড়ি অনুব্রত মণ্ডল ছাড়াও আর কে কে ব্যবহার করেন তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে।