হাজারো যুদ্ধের নায়ক বিপিন রাওয়াত কামাল দেখিয়েছিলেন এই সার্জিক্যাল স্ট্রাইকে

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক হিসাবেই পরিচিত। হাজারো যুদ্ধের নায়ক এই বিপিন রাওয়াত বুধবার সেনা হেলিকপ্টারের ভয়ঙ্কর দুর্ঘটনা প্রয়াত হলেন। তার চপারটি এদিন তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় নীলগিরি পাহাড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ভেঙ্গে পড়ে। এমআই-১৭ এই হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি ছাড়াও প্রাণ হারিয়েছেন তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ আরও ১১ জন।

যোদ্ধা পরিবারের অন্যতম সদস্য বিপিন রাওয়াত ১৯৫৮ সালের ১৬ মার্চ উত্তরাখণ্ডের পাউরিতে জন্মগ্রহণ করেছিলেন। এরপর তিনি দেরাদুন ও শিমলায় স্কুল শিক্ষা শেষ করে যোগ দেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে। সেনাবাহিনীতে তার ক্যারিয়ার শুরু হয় ১৯৭৮ সালের ১৬ ডিসেম্বর গোর্খা রেজিমেন্টে যোগদানের পর। বিপিন রাওয়াত সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের ফৌজি ইউনিটের দায়িত্ব সামলেছেন। এমনকি তিনি দায়িত্ব সামলেছেন কাশ্মীরের ফৌজি ইউনিটের। এছাড়াও তিনি অংশগ্রহণ করেছিলেন রাষ্ট্রসঙ্ঘের হয়ে কঙ্গোতে শান্তি রক্ষা অভিযানে।

সাহসিকতা এবং কর্তব্যের অবিচল থাকার কারণে তার পোশাকে রয়েছে অজস্র মেডেল। তিনি ২০১৬ সালের ১৭ ডিসেম্বর ভারতীয় সেনাপ্রধান পদে বসেন। এখান থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালে দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক হিসাবে তাকে নিয়োগ করা হয়।

সাহসিকতা এবং কর্তব্যের ক্ষেত্রে তার মুকুটে যেসকল পালক রয়েছে তার মধ্যে সেরা পালক হলো ২০১৫ সালে মায়ানমারের সার্জিক্যাল স্ট্রাইক। নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং)-এর শিবিরে ঢুকে হামলা চালায় ভারতের বিশেষ কমান্ডো বাহিনী। এই কমান্ডো বাহিনীর নেতৃত্বে ছিলেন বিপিন রাওয়াত।

মণিপুরে জঙ্গি হামলার পর নাগা জঙ্গি বাহিনীকে পাল্টা দিতে বিপিন রাওয়াত-এর উপরেই ভরসা করেছিলেন তৎকালীন সেনাপ্রধান দলবীর সিং সুহাগ। নাগাল্যান্ডের ছোট্ট পাহাড়ঘেরা শহর ডিমাপুরে সেনার থার্ড কোরের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। এরপর দিল্লি থেকে সবুজসংকেত মিলতেই সার্জিক্যাল স্ট্রাইকের জন্য প্রস্তুতি শুরু করে দেন রাওয়াত।

পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সালের ৯ জুন মনিপুরের উখরুল সীমান্ত পার করে তার সেনাবাহিনীর ঢুকে পড়ে মায়ানমারের শত্রু এলাকায়। তার নেতৃত্বে এই কমান্ডো বাহিনীতে ছিলেন ৭০ জন ভারতীয় কমান্ডো। নাগা জঙ্গি বাহিনী কিছু বুঝে ওঠার আগেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জঙ্গি শিবিরে হামলা চালায় ভারতীয় এই কমান্ডো বাহিনী। এই সার্জিক্যাল স্ট্রাইকে কমপক্ষে ৩৮ জন জঙ্গিকে খতম করা হয়। এই সার্জিক্যাল স্ট্রাইকের পরই খবরের শিরোনামে উঠে আসেন বিপিন রাওয়াত।