বাড়ি তৈরির কথা ভাবছেন! এই সময় থেকে বাড়ছে সিমেন্টের দাম

শর্মিষ্ঠা চ্যাটার্জী : বাড়ি তৈরি করার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য খবরটা খুব খারাপ হতে চলেছে! আগামী মাস থেকে সিমেন্টের দাম বাড়তে চলেছে রেকর্ড হারে।

দাম বাড়ার ক্ষেত্রে এই চলতি বছরেই দাম ৪০০ ছুঁতে পারে। এই সংবাদটি বৃহস্পতিবার রেটিং এজেন্সি ক্রিসিল একটি সেক্টর নোটের মাধ্যমে জানিয়েছেন। কয়লা, ডিজেলের বাড়তি চাহিদার কারণে এই মূল্য বৃদ্ধি বলে রিপোর্ট ইনপুটে জানানো হয়েছে।

ক্রিসিল তাদের রিপোর্টের মাধ্যমে জানিয়েছেন, সিমেন্ট কোম্পানিগুলির আরনিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স ডিপ্রিয়েশন ও অমোটাইজেশন চলতি আর্থিক বছরের ক্ষেত্রে ১০০ থেকে ১৫০ টাকা প্রতি টন হিসেবে কমতে পারে যার ফলস্বরূপ ইনপুটের ক্ষেত্রে বিনিয়োগ বাড়তে পারে।

সাম্প্রতিক বছরে আমদানীকৃত কয়লা আর পেটকোকের দাম বৃদ্ধির ফলে এনার্জি আর তেলের দামের ক্ষেত্রেও ৩৫০ থেকে ৪০০ টাকা প্রতি টন হিসেবে বাড়বে।

সিমেন্টের ক্ষেত্রে বিক্রির পরিমাণ ১১ থেকে ১৩ শতাংশ বৃদ্ধি হওয়ার আশা রয়েছে। ক্রেডিট প্রোফাইলকে স্থিতিশীল রাখা যেতে পারে। ভারতে বিভিন্ন কোম্পানির ৭৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। কোভিড ১৯ এর প্রভাব থাকার কারণে, সিমেন্টের ভলিউম বৃদ্ধি অন্য অন্য সেগমেন্টের ক্ষেত্রে উন্নত চাহিদার কারণ হতে পারে।

সিমেন্টের চাহিদার ক্ষেত্রে এই বছরের প্রথম ভাগের দিকে ২০ শতাংশের বেশি শক্তিশালী বৃদ্ধি দেখা গিয়েছে। যদিও পরবর্তী দ্বিতীয় ভাগের ক্ষেত্রে ৩ থেকে ৫ শতাংশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বেই রিয়েল এস্টেট বিল্ডারদের সমষ্টি কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া সিমেন্ট ও স্টিলের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির চিন্তা প্রকাশ করেছিল এবং সেক্ষেত্রে মূল্য নিয়ন্ত্রণের উপায় হিসেবে জিএসটি হ্রাসের পরামর্শ বহু পূর্বেই দিয়েছিল।