মাসে ক’টি রান্নার গ্যাস বুকিং করা যাবে, সংখ্যা বেঁধে দিল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে দেশের অধিকাংশ গৃহস্থালির বাড়িতে পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস কানেকশন। পরিবেশ দূষণ কম এবং অন্যান্য দিক দিয়ে সুবিধার পরিপ্রেক্ষিতে মানুষ এখন রান্নার গ্যাস কানেকশন নিতেও উদ্যত হচ্ছেন। এসবের মাঝেই রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করে দিল কেন্দ্র।

১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারকে বেআইনিভাবে বাণিজ্যিক কাজে লাগানোর অভিযোগ দীর্ঘদিনের। মূলত হোটেল, রেস্তোরাঁ, অটো ইত্যাদির ক্ষেত্রে গৃহস্থালিদের ব্যবহৃত এই সকল রান্নার গ্যাস বেআইনিভাবে ব্যবহার করার অভিযোগ ওঠে। এবার এই জায়গায় লাগাম টানতে কেন্দ্রের তরফ থেকে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে মাসে একটি কানেকশনের ভিত্তিতে কতগুলি সিলিন্ডার নেওয়া যাবে তা বেঁধে দেওয়া হল।

কেন্দ্রের নতুন নিয়ম অনুসারে একজন একটি কানেকশনের ভিত্তিতে বছরে ১৫টি এবং প্রতি মাসে সর্বোচ্চ দুটি ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে। তবে নতুন নিয়ম অনুসারে যে সকল গৃহস্থালিদের বছরে ১৫টি গ্যাস সিলিন্ডার প্রয়োজন হবে তাদের আলাদাভাবে আবেদন জানাতে হবে।

ইন্ডেন, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস এই তিন গ্যাস সরবরাহকারী সংস্থার তরফ থেকে এই নিয়ম জারি করা হয়েছে। এর পাশাপাশি জানা যাচ্ছে নতুন নিয়ম অনুসারে একটি কানেকশনের ভিত্তিতে বছরে সর্বোচ্চ ১৫টি গ্যাস সিলিন্ডার পাওয়া গেলেও ভর্তুকি মিলবে কেবলমাত্র ১২টিতে। ভর্তুকীর বিষয়ে এই নিয়ম আগেও জারি ছিল, তবে বছরে সর্বোচ্চ গ্যাস সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা ছিল না।

এযাবৎ যে নিয়ম চালু ছিল তাতে ভর্তুকি সহ বছরে ১২টি গ্যাস সিলিন্ডার পাওয়ার পরেও ভর্তুকি ছাড়া যত খুশি গ্যাস সিলিন্ডার বুকিং করা যেত। কিন্তু এবার থেকে এই নিয়মে পরিবর্তন আনা হলো এবং বছরে ১৫টির বেশি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।