কেন্দ্র সরকারের বড় ঘোষণা, আয়ুষ্মান ভারতের পর মধ্যবিত্তদের জন্যও আসছে স্বাস্থ্য বীমা

নিজস্ব প্রতিবেদন : দেশের নিম্নবিত্ত পরিবারগুলি আয়ুষ্মান ভারতের আওতায় এসে স্বাস্থ্য বীমার অধিকারী হয়ে থাকে। কেন্দ্র সরকারের এই স্বাস্থ্য বীমা প্রকল্প বিপুল সাফল্যতা পেয়েছে বলে দাবি করে তারা। আর এবার মোদি সরকার নিম্নবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা করলো। নিম্নবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তদের শুরু হতে চলেছে একটি নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প, এমনটাই খবর কেন্দ্র সরকার সূত্রে।

‘হেলথ সিস্টেম ফর নিউ ইন্ডিয়া’ নামে মধ্যবিত্তদের জন্য কেন্দ্র সরকার একটি স্বাস্থ্য বীমা প্রকল্প আনছে বলে জানা গিয়েছে। এমনকি এই স্বাস্থ্য বীমা প্রকল্প নিয়ে ইতিমধ্যে নীতি আয়োগ তাদের কাজ শুরু করে দিয়েছে বলেও খবর। পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে, নিম্নবিত্তদের মতই দেশের মধ্যবিত্ত মানুষদের বেশিরভাগ পরিবারের নেই কোন স্বাস্থ্য বীমা। এ কথা মাথায় রেখেই এই নতুন স্বাস্থ্যবীমা আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

নিম্নবিত্ত মানুষদের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে স্বাস্থ্য বীমা প্রকল্প হিসেবে চালু করেছিলেন আয়ুষ্মান ভারত। এই আয়ুষ্মান ভারত বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্য বীমা প্রকল্প। আর এবার ‘হেলথ সিস্টেম ফর নিউ ইন্ডিয়া’ স্বাস্থ্য বীমা প্রকল্প চালু হলে দেশের ৫০ শতাংশ মানুষ এই স্বাস্থ্য বীমার আওতায় আসবেন, এমনটাই মনে করছে কেন্দ্র সরকার।প্রকল্পটি চালু হয়ে গেলে মাত্র ২০০ থেকে ৩০০ টাকা প্রিমিয়ামে পাওয়া যাবে চিকিৎসার সুযোগ। নীতি আয়োগের হিসাব অনুযায়ী দেশের ৪০ শতাংশ নিম্নবিত্ত মানুষ সুবিধা পাচ্ছেন আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে ২০২২ সালের মধ্যে ভারতজুড়ে ১.৫ লক্ষ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার খোলার। যেসকল সেন্টারগুলিতে ডায়াবেটিস থেকে শুরু করে ক্যান্সারের মত রোগের চিকিৎসা মিলবে।