WHO-এর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে করোনা মহামারী মোকাবিলার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (WHO)। তার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বভার নিলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। এর আগে ৩৪ সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান ছিলেন জাপানের ডাক্তার হিরোকি নাকাতানি। তারই স্থলাভিষিক্ত হলেন ডাঃ হর্ষ বর্ধন।

ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার অঞ্চলভুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা চালিত হয় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি ও এগজিকিউটিভ বোর্ডের দ্বারা। এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায়। ১৯৪ টি দেশ এই সংস্থার সদস্য। এক বছরের জন্য এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পান বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছটি অঞ্চলের সদস্যরা। এই ৬ টি রিজন হল আফ্রিকা রিজন, আমেরিকা রিজন, সাউথইস্ট এশিয়া, ইউরোপ মেডিটেরিয়ান ও ওয়েস্টার্ন প্যাসিফিক রিজন। গতবছর ঠিক হয় এবার ভারতীয় প্রার্থী এই পদে বসবেন, এটি পূর্ণ সময়ের কাজ নয়। স্বাস্থ্যমন্ত্রীকে শুধু এক্সিকিউটিভ বোর্ডের বৈঠকগুলির নেতৃত্বদান করতে হবে।

এই পদে নিযুক্ত হবার পর ট্যুইটারে ডাঃ হর্ষবর্ধন লিখেছেন, “‘হু’র এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানের পদে নিযুক্ত হওয়ার সম্মান পেয়ে আমি ও আমার দেশ উভয়ই আপ্লুত। করোনায় মৃত হাজার হাজার মানুষকে আমি শ্রদ্ধা জানাচ্ছি।”

সেই সঙ্গে তিনি বলেছেন, “আমি জানি যে সময়ে এই পদে আমি এলাম তখন বিশ্বজুড়ে অতি মহামারির দাপট চলছে। আগামী কুড়ি বছরে স্বাস্থ্য সংক্রান্ত বহু চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জগুলিকে একসঙ্গে মোকাবিলা করতে হবে আমাদের।”

এই পদে ভারতের নির্বাচন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী হয়েছে, তবু এই অতি মহামারির সময়ে ডাঃ হর্ষ বর্ধনের নির্বাচন তাৎপর্যবাহী। কারণ করোনা মোকাবিলায় বিশ্বের যেসব দেশ সাফল্য সঙ্গে নেতৃত্ব দিচ্ছে ভারত তাদের মধ্যে অন্যতম।