বন্ধ নয়, BSNL ও MTNL কে মিশিয়ে 4G আনার সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগে বিএসএনএল ও এমটিএনএল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার জল্পনায় তোলপাড় হয়ে উঠেছিল দেশ। এবার সেই জল্পনাকে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। জল্পনা উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিএসএনএল ও এমটিএনএল গ্রাহকদের জন্য দিলেন বড় সুখবর। এই দুই সংস্থাকে পুনর্জীবিত করতে মিশিয়ে আর্থিক ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।

এই দুই সংস্থাকে নিয়ে বুধবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দুটি রাষ্ট্রায়াত্ব সংস্থাকে পুনর্জীবিত করতে মিশিয়ে দেওয়া হবে। দেওয়া হবে আর্থিক সাহায্য।পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ জানিয়ে দেন, বিএসএনএল ও এমটিএনএল বন্ধ হচ্ছে না। তাদের বিক্রি করার কথাও ভাবা হচ্ছে না। এমনকি তৃতীয় কোন পক্ষের হাতে তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রবি শংকর প্রসাদ এদিন ঘোষণা করেন, BSNL ও MTNL সংস্থাকে পুনর্জীবিত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভা আর্থিক সাহায্য দেওয়ার অনুমোদন দিয়েছে। এমনকি তাদের ৪জি স্পেক্ট্রাম দেওয়া হবে। পাশাপাশি কর্মীদের জন্য থাকবে স্বেচ্ছাবসরের সুবিধাও।

ভারতীয় টেলিকম বাজারে জিও আসার পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। সস্তার জিও পরিষেবায় ধরাশায়ী হতে হবে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে। এছাড়া রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার বিএসএনএল দীর্ঘদিন ধরে লোকসানে চলছিল।

সূত্র মারফত জানা গিয়েছে, এই দুই রাষ্ট্রায়াত্ত সংস্থাকে বাঁচানোর জন্য টেলিযোগাযোগ দপ্তর ৭৪ হাজার কোটি টাকা অনুমোদন দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু সেই অনুমোদন প্রত্যাখ্যান করে কেন্দ্র সরকার। যার পরেই দেশজুড়ে বিএসএনএল ও এমটিএনএল বন্ধ হয়ে যাওয়ার মতো জল্পনা শুরু হয়। অবশেষে আজ কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ সেই জল্পনার ইতি টানেন।