খেলার মাঠে দর্শক প্রবেশ নিয়ে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষণার সাথে সাথেই বন্ধ হয়ে যায় বিভিন্ন পরিষেবা। ধীরে ধীরে আনলক পর্যায় শুরু হতে সেই সকল ক্ষেত্রগুলিতে আস্তে আস্তে ছাড় মিলতে শুরু করে। আর এসবের পর শনিবার কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের তরফ থেকে খেলার মাঠে দর্শক প্রবেশ নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো।

কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের শনিবার নির্দেশিকা জারি করে জানায়, এখন থেকে আউটডোর খেলার মাঠে বা স্টেডিয়ামে ১০০% দর্শক প্রবেশ করতে পারবেন। অর্থাৎ এই নির্দেশিকার পর ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস সহ একাধিক খেলার স্টেডিয়াম ১০০% দর্শক প্রবেশের ক্ষেত্রে আর কোন নিষেধাজ্ঞা থাকছে না।

প্রসঙ্গত, কেন্দ্র সরকারের তরফ থেকে ফেব্রুয়ারি মাসের করোনা গাইডলাইন হিসাবে যে নির্দেশিকা পেশ করেছিল তাতে বলা হয়েছিল স্টেডিয়ামে ৫০% মানুষ প্রবেশ করতে পারবেন। তবে শনিবার এই নির্দেশিকায় পরিবর্তন এনে ১০০% দর্শক প্রবেশের ক্ষেত্রে ছাড়পত্র দিলো কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক (Ministry of Youth Affairs and Sports)।

তবে ১০০% দর্শক প্রবেশের ক্ষেত্রে ছাড়পত্র দিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কড়া বার্তা দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদির ক্ষেত্রে কড়া নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে। তবে ক্রীড়াপ্রেমীরা নয়া এই নির্দেশিকায় বেজায় খুশি। কারণ সামনে শুরু হতে চলেছে দেশের মাটিতে ভারত ইংল্যান্ড ক্রিকেট সিরিজ।