পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়ালো কেন্দ্র, দেখে নিন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : অবসরপ্রাপ্ত কেন্দ্র সরকারি কর্মচারী অথবা তার পরিবারের সদস্যদের পেনশনের সুবিধা নেওয়ার জন্য প্রতিবছর লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। আর এই লাইফ সার্টিফিকেট জমা করতে হয় প্রতিবছর নভেম্বর মাসে। তবে চলতি বছর করোনা অতিমারির কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে এই সময়সীমা বাড়ানো হলো। এই সময়সীমা বাড়ানোর ফলে পেনশনভোগীরা বেশ সুবিধা পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং শুক্রবার এবিষয়ে জানিয়েছেন, কেন্দ্র সরকারের পেনশনভোগীরা অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা চলতি বছর ১ লা নভেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুযোগ পাবেন। বর্তমান পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ কেন্দ্র সরকারের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে ১ মাস বেশি সময় পাওয়া যাচ্ছে অন্যান্য বছরের তুলনায়।

এর পাশাপাশি নতুন ঘোষণা অনুযায়ী ৮০ বছরের উর্ধ্বে যে সকল প্রবীণ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা রয়েছেন তারা ১ লা নভেম্বরের পরিবর্তে ১ লা অক্টোবর থেকেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া শুরু করে দিতে পারবেন। এবং তারা তা করতে পারবেন ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এক্ষেত্রে এই সকল প্রবীণ নাগরিকরা হাতে তিন মাস সময় পাচ্ছেন লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য।

অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি

অনলাইনে পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যায় কেন্দ্র সরকারের অফিশিয়াল ওয়েবসাইট https://jeevanpramaan.gov.in এর মাধ্যমে। এই পদ্ধতি চালু হয় ২০১৪ সালে। এক্ষেত্রে আধার নম্বর এবং বায়োমেট্রিক ব্যবহার করা হয়ে থাকে।

তবে এর আগে পেনশনভোগীদের একটি ইউনিক আইডি তৈরি করতে হয়। প্রথমবার এই আইডি তৈরি করার জন্য পেনশনভোগীদের সিটিজেন সার্ভিস সেন্টার বা পেনশন জারিকর্তার কার্যালয়ে গিয়ে তা সম্পন্ন করতে হবে। আর সেক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে পেনশনভোগীদের। সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর একটি ইউনিক আইডি দেওয়া হয় অবসরপ্রাপ্ত ওই কেন্দ্র সরকারি কর্মচারীদের।