রাজ্যে আসছে হাজারের বেশি ইলেকট্রিক বাস

নিজস্ব প্রতিবেদন : দিন দিন বাড়ছে জ্বালানির দাম। এই জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ছেন আমজনতা। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে গণপরিবহন সবকিছুর খরচ বাড়ছে। তবে এই খরচ থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ মানুষকে ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকতে লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ক্ষেত্রে রাজ্যে ইলেকট্রিক বাস নামানোর কথা আগেই শোনা গিয়েছিল মন্ত্রী ফিরহাদ হাকিমের মুখ থেকে। জানা যাচ্ছে এবার খুব তাড়াতাড়ি রাজ্যে হাজারের বেশি ইলেকট্রিক বাস নামতে চলেছে। এই সকল ইলেকট্রিক বাস নামতে চলেছে কেন্দ্রীয় প্রকল্পের সহযোগিতায়।

কেন্দ্র সরকারের ফেম-২ প্রকল্পের আওতায় কলকাতায় ২০০০টি ইলেকট্রিক বাস সরবরাহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ১১৮০টি ইলেকট্রিক বাস খুব দ্রুত রাস্তায় নামতে পারে বলে জানা যাচ্ছে। কলকাতায় এই ধরনের ইলেকট্রিক বাস নামানোর জন্য ইতিমধ্যেই টাটা, অশোক লেল্যান্ড সহ বিভিন্ন সংস্থাকে বরাত দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

যেসকল ইলেকট্রিক বাসগুলি কলকাতায় আসতে চলেছে তার মধ্যে ৪৭৫টি নন এসি বাস এবং ২৫০টি এসি বাস সরবরাহ করবে অশোক লেল্যান্ড। এই সকল বাসগুলি লম্বায় হবে ১২ মিটার। কলকাতা ছাড়াও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর দিল্লি, হায়দ্রাবাদ, সুরাট ইত্যাদি শহরেও প্রচুর পরিমাণে এই ধরনের ইলেকট্রিক বাস নামানো হবে।

এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য চার্জিং স্টেশন তৈরি করার ক্ষেত্রে জমি দেবে রাজ্য সরকার। সেখানে চার্জিং স্টেশন তৈরি করবে বাস সরবরাহকারী সংস্থা। এছাড়াও বাসের রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব বাস সরবরাহকারী সংস্থার উপর থাকছে। তবে এই সকল সমস্ত কিছুর খরচ হিসাবে কিলোমিটার কিছু টাকা দিতে হবে সংস্থাকে। তবে এই প্রকল্পের কারণে রাজ্যকে সরাসরি বাস কেনার জন্য অর্থ খরচ করতে হবে না। অন্যদিকে কিলোমিটার কিছু টাকা যেহেতু লাগছে, সেই কারণে রাজ্য পরিবহণ দফতর গুরুত্বপূর্ণ রুট বেছে এই সকল বাসগুলি চালাবে।