কেন্দ্রীয় সরকারকে ট্যুইট সরকার বলে কটাক্ষ করলেন কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি

হিমাদ্রি মণ্ডল : রাজ্যে বুলবুলে ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ ১৫ লাখ হেক্টর। কিন্তু সেই ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। যার পরিমাণ ১৩০০ কোটি টাকা, বৃহস্পতিবার সিউড়িতে পঞ্চম কৃষি উন্নয়ন মেলায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গ টেনে কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে ট্যুইট সরকার বলে কটাক্ষ করেন। ঠিক কি বললেন তিনি?

কৃষি মেলা উদ্বোধনের পর কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন যে, “ট্যুইট করেদিলেন অনারেবল প্রাইম মিনিস্টার, ট্যুইট করে দিলেন অনারেবল স্বরাষ্ট্রমন্ত্রী। কি করলেন! বললেন আমরা খুব ব্যথিত এবং ব্যবস্থা করে দিচ্ছি। পশ্চিম বাংলার কৃষিমন্ত্রী হিসাবে আজকে দাঁড়িয়ে বলছি, এত যে ১৫ লক্ষ হেক্টর জমির ক্ষতি হয়েছে, মাননীয়া মুখ্যমন্ত্রী ১৩০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন সাহায্যের জন্য। আর যারা ট্যুইট করলেন তারা একটা পয়সা এই উন্নয়নের জন্য এই ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য দেননি। দরদটা কার?”

এদিন কৃষিদপ্তর ও CII এর যৌথ উদ্যোগে বীরভূমের সিউড়ি বেনিমাধব মাঠে শুরু পঞ্চম কৃষি উন্নয়ন মেলা। এদিন, মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিষ ব্যানার্জী, এডভাইজার মুখ্যমন্ত্রী প্রদিপ কুমার মজুমদার, জেলা শাসক মৌমিতা গোধরা, CII এর কো চেয়ারম্যান পার্থ ভট্টাচার্য। কৃষিমন্ত্রীর হাত ধরে এদিন মেলার উদ্বোধন হলো, চলবে দুদিন।