বৃদ্ধ বাবা মাকে না দেখলে হবে হাজতবাস, আইন আনছে মোদি সরকার

নিজস্ব প্রতিবেদন : বৃদ্ধ মা বাবার দায়িত্ব এড়াতে তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসার মত উদাহরণ অজস্র। কিন্তু এবার আর এড়ানো যাবেনা দায়িত্ব। বৃদ্ধ বাবা-মায়ের খেয়াল না রাখলে হতে পারে হাজতবাস। গত সপ্তাহের বুধবার লোকসভায় সামাজিক ন্যায় মন্ত্রকের মন্ত্রী থেবরচন্দ গেহলট এই বিল পেশ করেন।
বিলের নাম ‘দ্য মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অব প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট ২০১৯’।

এই বিলে বলা হয়েছে, বৃদ্ধ বাবা মাকে শারীরিকভাবে কিংবা মানসিকভাবে নির্যাতন করলে সন্তানদের ৬ মাস পর্যন্ত কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হতে পারে, হতে দুটিই একসাথে। শুধু তাই না, আর্থিকভাবে মা বাবা যদি বঞ্চনার শিকার হন তাহলেও কার্যকর হবে এই আইন। এই বিলে মা বাবা বলতে বোঝানো হয়েছে নিজের মা-বাবা, শ্বশুর-শ্বাশুড়ি, সত্ বাবা-মা এবং সন্তান বলতে বোঝানো হয়েছে ছেলে মেয়ে, পালিত ছেলে-মেয়ে, নাতি-নাতনি, বৌমা, জামাইয়ের কথা।

এইরকম অপরাধে বৃদ্ধ বাবা-মার অভিযোগ গ্রহণ করে যত দ্রুত সম্ভব বিচারে ট্রাইব্যুনাল তৈরি করার কথা বলা হয়েছে এই বিলে। এখানে ৮০ বছর বয়সি বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য ৬০ দিন বা বিশেষ ক্ষেত্রে ৩০ দিনের এবং এর থেক কম বয়সিদের জন্য ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির কথা বলা হয়েছে। এছাড়াও পুলিশি নিরাপত্তা, হাসপাতাল ইত্যাদি বিষয় বিশেষ সুবিধার কথাও বলা হয়েছে এই বিলে। সুতরাং এখন থেকে আইনের ভয়েই হোক না কেন, বৃদ্ধ মা বাবার ঠিকানা আর বৃদ্ধাশ্রম হবে না। সন্তানদের পালন করতে হবে তাদের সব দায়িত্ব।