স্বল্প দূরত্বের ট্রেনের ভাড়া বৃদ্ধি! সাফাই দিলো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : তেল থেকে রান্নার গ্যাস, প্রতিনিয়ত প্রতিটি জিনিসের মূল্যবৃদ্ধি ঘটছে। আর এর পাশাপাশি স্বল্প দূরত্বের ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে রেল দপ্তরে তরফ থেকে। দীর্ঘদিন লকডাউন থাকার পর গত বছর ডিসেম্বর মাস থেকে ধীরে ধীরে ট্রেন পরিষেবা সচল হতে শুরু করে। তবে এই পরিষেবা চালু হলেও লক্ষ্য করা গেছে আগের তুলনায় ভাড়া বৃদ্ধি পেয়েছে। কিন্তু কেন? তারই সাফাই দিলো কেন্দ্র।

রেল সূত্রে জানা যাচ্ছে, এখন যত সংখ্যক ট্রেন চলছে তার প্রায় ৩ শতাংশ ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি এখন যে সকল ট্রেনগুলি চালানো হচ্ছে সেগুলি স্পেশাল ট্রেন হিসাবে চালানোর কারণে কোনরকম যাত্রী কন্সেশন মিলছে না। কিন্তু এই টানাটানির বাজারে কেন এমন পদক্ষেপ নিলো কেন্দ্র?

এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারের PIB এর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অনাবশ্যক রেল ভ্রমণ এড়াতে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, দেশের করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। আর এই পরিস্থিতির কথা মাথায় রেখে স্টেশন এবং ট্রেনে যাতে অকারণে ভিড় না হয় তার জন্য সামান্য ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে ভারতের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও পূর্ব, দক্ষিণ পূর্ব এবং নর্থ-ইস্ট ফ্রন্টিয়র রেলওয়েতে যেসকল স্বল্প দূরত্বের ট্রেন চালানো হচ্ছে সেই সমস্ত ট্রেনে কোন জেনারেল কোচ নেই। এই সকল ট্রেনগুলিতে চাপার জন্য যাত্রীদের রিজার্ভেশন টিকিট বুক করে চড়তে হচ্ছে। যে কারণে যাত্রীদের সেকেন্ড সেটিংয়ের ভাড়া বহন করতে হচ্ছে।

[aaroporuntag]
আর এই ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার কারণে কেন্দ্রের তরফ থেকে এমন বিবৃতি পেশ করা হয়েছে। যার পরেই PIB জানিয়ে দেয় এই ভাড়া বৃদ্ধির কারণ। পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে, আগামী দিনে যতদিন না পর্যন্ত রেল বোর্ডের তরফ থেকে নতুন নির্দেশ আসবে ততদিন এই পদ্ধতিতে রেল পরিষেবা প্রদান করা হবে। অর্থাৎ যে ভাড়া বৃদ্ধি হয়েছে তা নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত কমানো হবে না।