ফেষ্টিভেল অ্যাডভান্স স্কিমে ১০০০০ টাকা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরসুমে আসতেই কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফেষ্টিভেল অ্যাডভান্স স্কিম (Special festival advance scheme) ঘোষণা করা হলো। সোমবার এই সংক্রান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই ঘোষণার মাধ্যমে জানানো হলো RuPay কার্ড সহ ১০০০০ টাকা ফেষ্টিভেল অ্যাডভান্স দেওয়ার কথা।

সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন সাংবাদিক বৈঠক করে এই ঘোষণার কথা জানানোর পাশাপাশি জানান, মূলত বাজারে চাহিদা তৈরি করার পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা হাতে টাকা পেলে সেই টাকা দিয়ে কেনাকাটা করবেন। আর এর ফলস্বরূপ বাজারে চাহিদা বাড়বে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।

কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী এই ১০,০০০ টাকা ফেরত দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কোন রকম সুদ দিতে হবে না।

প্রিপেড রুপে কার্ড (RuPay Card) এর মাধ্যমে এই অর্থ দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ওই কার্ড এর মধ্যেই লোড করা থাকবে টাকা। সেই টাকা সরকারি কর্মচারীরা ATM থেকে তুলতে পারবেন।

কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই যে অর্থ দেওয়া হচ্ছে এই অর্থ খরচ করার সুযোগ পাওয়া যাবে আগামী বছর মার্চ মাস পর্যন্ত। অর্থাৎ এই অর্থ কোন নির্দিষ্ট উৎসবের জন্য বেঁধে রাখা হচ্ছে না, যে কোন উৎসবের জন্য ব্যবহার করা যেতে পারে।

গেজেটেড এবং নন-গেজেটেড সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই সুযোগ পাবেন। এর পাশাপাশি এর জন্য ব্যাঙ্কের যে চার্জ রয়েছে তা বহন করবে কেন্দ্র সরকার।