২০০০ টাকার নোট বন্ধ! ATM থেকেও মিলছে না! সংসদে জবাব দিলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রাতারাতি সেই সময়কার ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন। নোট বাতিল করার এই ঘোষণাকে নোট বন্দি বলা হয়ে থাকে। নোট বন্দি হওয়ার পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নতুন ৫০০ টাকা এবং ২ হাজার টাকার নোট প্রচলন করে।

ইদানিংকালে বাজারে ৫০০ টাকার নোট রমরমিয়ে চললেও বাজার থেকে এক প্রকার উধাও হয়ে গিয়েছে ২০০০ টাকার নোট। এমনকি ব্যাঙ্ক থেকেও সেই ভাবে ২০০০ টাকার নোট পাওয়া যাচ্ছে না। ATM থেকে ২০০০ টাকার নোট মিলছে না বললেই চলে। এমন পরিস্থিতির দিকে তাকিয়ে দেশের মানুষদের প্রশ্ন, তাহলে কি এবার ২০০০ টাকার নোটও বন্ধ হতে চলেছে!

কেন বাজারে পর্যাপ্ত পরিমাণে ২০০০ টাকার নোট পাওয়া যাচ্ছে না অথবা এটিএম থেকে ২০০০ টাকার নোট মিলছে না তা নিয়ে সোমবার সংসদে উত্তর দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন জানান, এর সঙ্গে কেন্দ্র সরকারের কোনরকম সম্পর্ক নেই। ব্যাঙ্কগুলিকে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনরকম নির্দেশ দেওয়া হয়নি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের ২০০০ টাকার নোট রাখা বা না রাখা নিয়ে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের কথা অনুযায়ী, অতীতে কতটা চাহিদা ছিল, বর্তমানে উপভোক্তাদের প্রয়োজনীয়তা কতখানি, সাময়িক প্রবণতা ইত্যাদির উপর ভিত্তি করে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এটিএম মেশিনে ২০০০ টাকার নোট রাখা বা না রাখার বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কোন নির্দেশ দেওয়া হয়নি।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বার্ষিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০১৭ সালের মার্চ থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত ৫০০ টাকার নোটের মোট মূল্য ছিল ৯.৫১২ লক্ষ কোটি টাকা এবং ২০০০ টাকার নোটের মোট মূল্য ছিল ২৭.০৫৭ লক্ষ কোটি টাকা। আবার RTI থেকে জানা যাচ্ছে, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ অর্থবর্ষে ২০০০ টাকার নোট ছাপানো হয়নি।