আবার নোটবদল! ২০০০ টাকার নোটের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : ২০১৬ সালের ৮ ই নভেম্বর, ঘটেছিল ভারতে প্রথম নোট বন্দির ঘটনা। বাতিল হয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট। এর ফলে ভোগান্তিতে পড়তে হয়েছিল সাধারন মানুষদের। ২০১৯ এ বছরের শেষে আবারও নোট বাতিলের জল্পনা। বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয় ২০০০ টাকার নোট বাতিলের করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার সেই আশঙ্কাই বছরের শেষে আরও বেড়ে গেল।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর এক সংস্থা নির্দেশিকা জারি করে কোষাধ্যক্ষদের ২০০০ টাকার নোট গ্রহণ করতে বারণ করেছে। বেঙ্গালুরুর সেই সংস্থার নির্দেশিকা অনুযায়ী, কোষাধ্যক্ষদের গ্রাহকদের থেকে ২০০০-এর নোট নিতে বারণ করা হয়েছে।ইতিমধ্যেই সেই নির্দেশিকা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেক ক্ষেত্রে নগদ ২০০০ টাকার নোট ব্যাঙ্কে যত তাড়াতাড়ি সম্ভব জমা করতেও বলা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সচিবও তার একটি ব্লগের মাধ্যমে ২০০০ টাকার নোট বাতিল হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। অর্থমন্ত্রী সীতারমনও একটি বিবৃতিতে রাজ্যসভাকে জানিয়েছিলেন, ২০০০ টাকার নোটের মাধ্যমেই নাকি মজুদ হচ্ছে কালো টাকা। সম্প্রতি খবর আসে এই ঘটনার পর থেকেই আরবিআই ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নিতে চলেছে। কোনো সরকারি নির্দেশিকা জারি না হলেও ধারণা করা হচ্ছে বাজার থেকে উঠে যেতে চলেছে ২০০০ টাকার নোট।

তবে মঙ্গলবার অর্থমন্ত্রকের রাজ্যমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর স্পষ্ট করে জানান যে, ২০০০ টাকার নোট বাতিল নিয়ে কোনরকম চিন্তাভাবনা করছে না কেন্দ্র। তবে ২০০০ টাকার নোট ছাপানোর পরিমাণ কমানো হয়েছে। তাই অনেকেই মনে করছেন বাতিল হতে পারে ২০০০ টাকার নোট।