সিউড়িতে চালু হল সেন্ট্রালাইজড সার্ভিলেন্স এন্ড মনিটরিং সিস্টেম, কি পাবেন সুবিধা

নিজস্ব প্রতিবেদন : বীরভূম জেলা পুলিশের তরফ থেকে মঙ্গলবার সিউড়ি শহরে আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো সেন্ট্রালাইজড সার্ভিলেন্স এন্ড মনিটরিং সিস্টেম। এই ব্যবস্থা চালু হওয়ার ফলে শহরের নাগরিকরা একাধিক সুবিধা পাবেন যা তাদের সুরক্ষা প্রদান করবে।

বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সিউড়ি শহরকে ইতিমধ্যেই ১৩৬টি সিসিটিভি ক্যামেরায় ঘিরে ফেলা হয়েছে। সেই সকল সিসিটিভি ক্যামেরায় যা ফুটে উঠছে তা পর্যবেক্ষণ করার জন্য সিউড়ি থানায় তৈরি করা হয়েছে সেন্ট্রালাইজড সার্ভিলেন্স এন্ড মনিটরিং সিস্টেম। সেখান থেকেই পুরো শহরকে কন্ট্রোল করা হবে।

এর পাশাপাশি সিউড়ি শহরের ১৩টি গুরুত্বপূর্ণ জায়গায় সাউন্ড বক্স লাগানো হয়েছে বলে জানান বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। এই সকল সাউন্ড বক্স লাগানোর উদ্দেশ্য হিসাবে তিনি জানান, কোন জায়গায় যানজট অথবা অন্য কোনো সমস্যা তৈরি হয়েছে তা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই কন্ট্রোলরুম থেকে দেখে এনাউন্স করা হবে। ফলে সেখানে কর্মরত কর্মী বিষয়টি জানতে পারবেন। ফলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

এর পাশাপাশি এই সকল সাউন্ড সিস্টেমের মাধ্যমে সকাল-বিকাল অথবা উৎসবের দিনগুলিতে পথচলতি মানুষদের বিনোদন প্রদানের জন্য রবীন্দ্র সংগীত অথবা সেই উৎসব সংক্রান্ত গান বাজানো হবে। এই ব্যবস্থার ফলে শহরের বাসিন্দারা এবং শহরে আগতরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন বলে জানান বীরভূম জেলা পুলিশ সুপার।

যেমন এই ব্যবস্থার ফলে ট্রাফিক জ্যাম থেকে শহরকে অনেকটাই মুক্ত রাখার পাশাপাশি চুরি, ছিনতাইয়ের মত ঘটনাতেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। এছাড়াও ৩৬০ ডিগ্রি ঘুরে এমন দুটি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বলে জানান বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী। এই ক্যামেরার মাধ্যমে কোন গাড়ি অথবা বাইক চালক ট্রাফিক আইন লংঘন করলে তার নম্বর সহ শনাক্ত করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।